খাওয়ার পরে যে ৬ অভ্যাস শরীরে বিষ তৈরি করে!
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
অনেকেই বলেন, রোজ শারীরিক কসরত্ করেও খুব একটা লাভ হচ্ছে না৷ মেদ ঝরছে না৷ ফলে অনেকেই একঘেঁয়েমিতে ব্যায়াম করাই ছেড়ে দেন৷ আসলে মেদ ঝরাতে গেলে ঠিকমতো ডায়েট খুবই জরুরি৷ এবং কিছু নিয়ম৷
অনেকেই বলেন, রোজ শারীরিক কসরত্ করেও খুব একটা লাভ হচ্ছে না৷ মেদ ঝরছে না৷ ফলে অনেকেই একঘেঁয়েমিতে ব্যায়াম করাই ছেড়ে দেন৷ আসলে মেদ ঝরাতে গেলে ঠিকমতো ডায়েট খুবই জরুরি৷ এবং কিছু নিয়ম৷ খাওয়ার পরে অনেকেই কিছু কাজ করেন, যা আসলে শরীরের পক্ষে খুবই ক্ষতিকর৷ জেনে নিন খাওয়ার পরে কোন কাজগুলি করলে শরীরে বিষক্রিয়া হয়৷
advertisement
১. ধূমপান-- ধূমপায়ীদের কাছে খাওয়ার পরে আয়েস করে সুখটান দেওয়া অভ্যাস৷ সিগারেট খাওয়া এমনিতেই ক্ষতিকর৷ খাওয়ার পরে সিগারেট খাওয়া মানে রক্তে বিষ ঢোকানোর সামিল৷ চিকিত্সকরা বলছেন, খাওয়ার পরে একটি সিগারেট খাওয়া মানে, ১০টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হয় শরীরে৷ রক্তে অক্সিজেনের সঙ্গে দ্রুত মিশে যায় নিকোটিন৷ ফলে বিষক্রিয়া শুরু হয়ে যায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement