Health Tips Urine Colour: আপনার প্রস্রাবের রং কী? ভাল করে দেখে মিলিয়ে নিন, রঙই বলে দেবে কোন রোগ শরীরে বাসা বেঁধেছে!

Last Updated:
Health Tips Urine Colour: জানেন কি আমাদের শরীর কতটা সুস্থ তা প্রস্রাবের রং থেকে অনেকটাই বোঝা যায়। মিলিয়ে নিন আপনার প্রস্রাবের রং কোনও খারাপ রোগের ইঙ্গিত দিচ্ছে কিনা।
1/10
ঘুম থেকে উঠে কোনওদিন নিজের প্রস্রাবের রং খেয়াল করেছেন? কখনও কখনও অদ্ভুত রং দেখে চমকে গিয়েছেন? জানেন কি আমাদের শরীর কতটা সুস্থ তা প্রস্রাবের রং থেকে অনেকটাই বোঝা যায়। মিলিয়ে নিন আপনার প্রস্রাবের রং কোনও খারাপ রোগের ইঙ্গিত দিচ্ছে কিনা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ঘুম থেকে উঠে কোনওদিন নিজের প্রস্রাবের রং খেয়াল করেছেন? কখনও কখনও অদ্ভুত রং দেখে চমকে গিয়েছেন? জানেন কি আমাদের শরীর কতটা সুস্থ তা প্রস্রাবের রং থেকে অনেকটাই বোঝা যায়। মিলিয়ে নিন আপনার প্রস্রাবের রং কোনও খারাপ রোগের ইঙ্গিত দিচ্ছে কিনা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/10
অনেক সময়, আপনি অসুস্থ হয়ে পড়লে, চিকিৎসকেরা আপনাকে প্যাথলজিস্টের কাছে গিয়ে প্রস্রাবের নমুনা দিতে বলে থাকেন অনেক ক্ষেত্রে। আপনি কি কখনও ভেবে দেখেছেন কী ভাবে প্রস্রাবের মাধ্যমে আপনার রোগ শনাক্ত হয়?
অনেক সময়, আপনি অসুস্থ হয়ে পড়লে, চিকিৎসকেরা আপনাকে প্যাথলজিস্টের কাছে গিয়ে প্রস্রাবের নমুনা দিতে বলে থাকেন অনেক ক্ষেত্রে। আপনি কি কখনও ভেবে দেখেছেন কী ভাবে প্রস্রাবের মাধ্যমে আপনার রোগ শনাক্ত হয়?
advertisement
3/10
স্বচ্ছ প্রস্রাব: আপনি প্রয়োজনের তুলনায় বেশি হাইড্রেটেড। যাঁরা অতিরিক্ত জল খান তাঁদের এই ধরনের প্রস্রাব হয়। এটা শরীরের পক্ষে একেবারেই ক্ষতিকারক নয়। বরং বলা যেতে পারে আরেকটু কম জল খেলেও সমস্যা নেই।
স্বচ্ছ প্রস্রাব: আপনি প্রয়োজনের তুলনায় বেশি হাইড্রেটেড। যাঁরা অতিরিক্ত জল খান তাঁদের এই ধরনের প্রস্রাব হয়। এটা শরীরের পক্ষে একেবারেই ক্ষতিকারক নয়। বরং বলা যেতে পারে আরেকটু কম জল খেলেও সমস্যা নেই।
advertisement
4/10
স্বচ্ছ হলদেটে: আপনি যথেষ্ট সুস্থ। প্রস্রাবের রং এমনটই হওয়া উচিৎ। এর মানে আপনার শরীর ঠিকঠাক কাজ করছে। আপনি পরিমাণ মতো জলও খাচ্ছেন।
স্বচ্ছ হলদেটে: আপনি যথেষ্ট সুস্থ। প্রস্রাবের রং এমনটই হওয়া উচিৎ। এর মানে আপনার শরীর ঠিকঠাক কাজ করছে। আপনি পরিমাণ মতো জলও খাচ্ছেন।
advertisement
5/10
গাঢ় হলুদ: এই রংও স্বাভাবিক। এর রঙের মানে আপনার শরীর ঠিকঠাক কাজ করলেও সামান্য ডিহাইড্রেটেড। জল খাওয়ার পরিমাণ বাড়ালেই সমস্যা সমাধান হয়ে যাবে।
গাঢ় হলুদ: এই রংও স্বাভাবিক। এর রঙের মানে আপনার শরীর ঠিকঠাক কাজ করলেও সামান্য ডিহাইড্রেটেড। জল খাওয়ার পরিমাণ বাড়ালেই সমস্যা সমাধান হয়ে যাবে।
advertisement
6/10
কমলা: এই রঙের প্রস্রাবের বেশ কিছু অর্থ হতে পারে। ডিহাইড্রেশনের কারণে কমলা প্রস্রাব হলে বিশেষ চিন্তার কিছু নেই। আবার কিছু কিছু ওষুধের কারণেও প্রস্রাবের রঙ কমলা হতে পারে। তবে যদি কমলা প্রস্রাবের সঙ্গে আপনার হালকা রঙের মল হয় তাহলে কিছুটা চিন্তার বিষয়। লিভার বা বাইলের সমস্যা হলে এমনটা হয়। অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিন।
কমলা: এই রঙের প্রস্রাবের বেশ কিছু অর্থ হতে পারে। ডিহাইড্রেশনের কারণে কমলা প্রস্রাব হলে বিশেষ চিন্তার কিছু নেই। আবার কিছু কিছু ওষুধের কারণেও প্রস্রাবের রঙ কমলা হতে পারে। তবে যদি কমলা প্রস্রাবের সঙ্গে আপনার হালকা রঙের মল হয় তাহলে কিছুটা চিন্তার বিষয়। লিভার বা বাইলের সমস্যা হলে এমনটা হয়। অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিন।
advertisement
7/10
নীল বা সবুজ: এই রঙের প্রস্রাব সত্যিই চমকে যাওয়ার মতো। খাবারের ডাই-য়ের রঙের কারণে নীল বা সবুজ প্রস্রাব হতে পারে। আবার হাইপারক্যালসেমিয়া নামক বিরল অসুখে ভুগলেও প্রস্রাবের রং এমন হতে পারে। অনেক সময় ইউরিনারি ট্রাক্টে ইনফেকশন হলেও প্রস্রাবের রং এ ভাবে বদলে যায়।
নীল বা সবুজ: এই রঙের প্রস্রাব সত্যিই চমকে যাওয়ার মতো। খাবারের ডাই-য়ের রঙের কারণে নীল বা সবুজ প্রস্রাব হতে পারে। আবার হাইপারক্যালসেমিয়া নামক বিরল অসুখে ভুগলেও প্রস্রাবের রং এমন হতে পারে। অনেক সময় ইউরিনারি ট্রাক্টে ইনফেকশন হলেও প্রস্রাবের রং এ ভাবে বদলে যায়।
advertisement
8/10
ঘোলাটে: কিডনির সমস্যা বা ইউরিনারি ট্রাক্টে ইনফেকশন হলে প্রস্রাবের রং ঘোলাটে হয়ে যায়। তবে যদি মাঝে মাঝে আপনার ঘোলাটে প্রস্রাব হয় তাহলে চিন্তার বিশেষ কিছু নেই। খাবারে প্রোটিনের পরিমাণ বেশি হলে এমনটা হতে পারে। কিন্তু প্রতি দিন ঘোলাটে প্রস্রাব হলে অবশ্যই চিকিত্সকের কাছে যান।
ঘোলাটে: কিডনির সমস্যা বা ইউরিনারি ট্রাক্টে ইনফেকশন হলে প্রস্রাবের রং ঘোলাটে হয়ে যায়। তবে যদি মাঝে মাঝে আপনার ঘোলাটে প্রস্রাব হয় তাহলে চিন্তার বিশেষ কিছু নেই। খাবারে প্রোটিনের পরিমাণ বেশি হলে এমনটা হতে পারে। কিন্তু প্রতি দিন ঘোলাটে প্রস্রাব হলে অবশ্যই চিকিত্সকের কাছে যান।
advertisement
9/10
বাদামি রঙের: শরীর ডিহাইড্রেশনের চরম পর্যায়ে গেলে বা লিভার ঠিক মতো কাজ না করলে বাদামি রঙের প্রস্রাব হয়। আবার কিছু কিছু খাবার বা ওষুধের কারণেও বাদামি প্রস্রাব হতে পারে। যদি আপনার বাদামি প্রস্রাব হয় তাহলে প্রথমেই জল খাওয়া বাড়ান। যদি তাতেও রং হালকা না হয় তাহলে লিভারের সমস্যা হচ্ছে আপনার।
বাদামি রঙের: শরীর ডিহাইড্রেশনের চরম পর্যায়ে গেলে বা লিভার ঠিক মতো কাজ না করলে বাদামি রঙের প্রস্রাব হয়। আবার কিছু কিছু খাবার বা ওষুধের কারণেও বাদামি প্রস্রাব হতে পারে। যদি আপনার বাদামি প্রস্রাব হয় তাহলে প্রথমেই জল খাওয়া বাড়ান। যদি তাতেও রং হালকা না হয় তাহলে লিভারের সমস্যা হচ্ছে আপনার।
advertisement
10/10
লাল বা গোলাপি: এই রঙের প্রস্রাব দেখলে অনেকেই ভয় পেয়ে যান। তবে সব সময় গুরুতর সমস্যার কারণেই এমনটা হয় তা নয়। মোট চারটি কারণে এটা হতে পারে। প্রস্রাবে রক্ত চলে এলে, কোনও বিশেষ খাবার, কোনও বিশেষ ওষুধ বা টক্সিনের কারণে। বিট, ব্লুবেরি, ব্ল্যাকবেরি খেলে প্রস্রাবের রঙ গোলাপি হতে পারে। টক্সিন, লেড বা পারদের কারণেও গোলাপি রঙের প্রস্রাব হতে পারে। তবে যদি রক্তের কারণে হয় তাহলে আপনার ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, টিউমর বা প্রোস্টেটের সমস্যা, কিডনি বা ব্লাডার স্টোন হয়ে থাকতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
লাল বা গোলাপি: এই রঙের প্রস্রাব দেখলে অনেকেই ভয় পেয়ে যান। তবে সব সময় গুরুতর সমস্যার কারণেই এমনটা হয় তা নয়। মোট চারটি কারণে এটা হতে পারে। প্রস্রাবে রক্ত চলে এলে, কোনও বিশেষ খাবার, কোনও বিশেষ ওষুধ বা টক্সিনের কারণে। বিট, ব্লুবেরি, ব্ল্যাকবেরি খেলে প্রস্রাবের রঙ গোলাপি হতে পারে। টক্সিন, লেড বা পারদের কারণেও গোলাপি রঙের প্রস্রাব হতে পারে। তবে যদি রক্তের কারণে হয় তাহলে আপনার ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, টিউমর বা প্রোস্টেটের সমস্যা, কিডনি বা ব্লাডার স্টোন হয়ে থাকতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement