এবারে আসি মাছ, মাংসের কথায়৷ সব শাশুড়িই জামাইয়ের প্রিয় মাছ, মাংসের পদ রাঁধেন৷ যতই সুস্বাদু হোক না কেন গরমের কথা মাথায় রাখুন৷ যতটা দেবে সবটা না খেয়ে পাতে তুলে নিন পরিমাণ মতো৷ খুব ভাল লাগলে বা শাশুড়ি দুঃখ পেলে বলুন বাকিটা পরে খাবেন৷ একসঙ্গে বেশি খেলে কিন্তু গরমে শরীর খারাপ হবে৷