Health Tips: স্ত্রী-র সঙ্গে মিলনের সময় গুটিয়ে যান, চিকিৎসরা বারণ করছেন বেশি চিন্তা করতে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Health Tips: শরীরকে রাখুন সুস্থ, মনও থাকবে চাঙ্গা...মানুন একদম সোজা কয়েকটা স্টেপ
স্বামী- স্ত্রী-র সম্পর্ক এক চিরন্তন ব্যাপার৷ এই সম্পর্কে যত ভাল থাকবেন, পার্টনারকে যত ভাল রাখবেন ততই দীর্ঘদিন আনন্দে উচ্ছ্বাসে কাটবে জীবন৷ হবেন রোগমুক্ত৷ তবে বর্তমানের চাপের ও সর্বদাই পারফরম্যান্স প্রেসারের চাহিদায় থাকা দুনিয়ার সঙ্গে তাল রাখতে শারীরিক মিলনের কথা ভাবলেও অনেকেই কাহিল হয়ে পড়ছেন৷ যা দাম্পত্যকে শীতল করে দিচ্ছে৷ জাগিয়ে দিয়েছে অনেক রোগকেও অকালেই৷ Photo- Represetative
advertisement
advertisement
স্ত্রী সুন্দর লাস্যময়ী হয়েও একদম শুরুতেই শারীরিক সম্পর্ক গড়ে উঠতে পারছে না-র মতো ঘটনাও খুবই দেখা যাচ্ছে৷ আর এই ধরণের অসুবিধা নিয়ে যেহেতু এখনও খুব সহজেই কথা বলতে নারী বা পুরুষ কেউই অভ্যস্ত নন তাই অনেকেই চুপ করে যাচ্ছেন আর যাঁরা একটু গোপনীয়তা পছন্দ করেন তাঁরা যাচ্ছেন চিকিৎসকের কাছে৷ চিকিৎসকরা এখন এমন সমস্যাও পাচ্ছেন যখন মিলনে আগ্রাহী পুরুষ তাঁর পুরুষাঙ্গে কোনও মুভমেন্ট অনুভব করতে পারছেন না৷ Photo- Represetative
advertisement
advertisement
advertisement
চুমু খাওয়ার দাম্পত্যের সম্পর্কের শিথিলতা কাটাতে এবং গভীরতা বাড়াতে সাহায্য করে৷ সেই মুহূর্ত কখনই মিস করা যাবে না৷ হালকা করে স্পর্শের মজা নিতে হবে৷ এই সময়ই পরের জীবনের দিকে এগিয়ে দেবে৷ চাপ নেওয়ার কোনও দরকার নেই৷ ভাবার দরকার নেই শাারীরিক মিলন করতেই হবে৷ এটাই সার্বিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে৷ মিলন যখন হবার তখনই হবে৷ Photo- Represetative