শরীরের এই ৩ জায়গায় ব্যথা হলে সাবধান! এটাই প্রস্টেট ক্যানসারের অন্যতম লক্ষণ
- Published by:Sanjukta Sarkar
- Written by:Trending Desk
Last Updated:
Prostate cancer: সময় মতো প্রস্টেট ক্যানসারের চিকিৎসা শুরু না করলে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে।
advertisement
advertisement
প্রস্টেট ক্যাসার কখনও কখনও উপসর্গবিহীন হতে পারে: ক্যানসারের বিকাশ এবং বৃদ্ধি পেতে সময় লাগে। অনেক বছর ধরে ধীরে ধীরে বৃদ্ধি পায়। শুরুর দিকে প্রস্টেট ক্যানসারে আক্রান্ত রোগী কোনও লক্ষণ বুঝতে পারেন না। টিউমার বাড়ার সঙ্গে সঙ্গে প্রস্টেট ক্যানসারের লক্ষণ দেখা দিতে শুরু করে। অনেক সময় প্রারম্ভিক লক্ষণগুলো অন্য অসুস্থতার সঙ্গে গুলিয়ে যেতে পারে।
advertisement
এই লক্ষণ দেখলে সতর্ক হতে হবে: প্রস্টেটের কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে শুরু করলে প্রস্টেট ক্যানসার হয়। প্রস্টেট হল আখরোট আকৃতির একটি গ্রন্থি, মূত্রাশয়ের গোড়ায় অবস্থিত। এই ক্যানসারের সাধারণ লক্ষণগুলো হল ঘন ঘন প্রস্রাবের বেগ, প্রস্রাবের দুর্বল প্রবাহ, হঠাৎ প্রস্রাব, প্রস্রাব করার পরেও মূত্রাশয় পুরোপুরি খালি বলে মনে হয় না।
advertisement
শরীরের বিভিন্ন অংশে ব্যথা: রোগ কতটা বেড়েছে শরীরের কতগুলি লক্ষণ দেখে বোঝা যায়। ম্যানচেস্টারের ক্রিস্টি প্রাইভেট কেয়ারের পরামর্শক ইউরোলজিক্যাল সার্জন জেরেমি ওটসের মতে, প্রস্টেট ক্যানসার হলে পিছন, নিতম্ব এবং শ্রোণীতে হালকা ব্যথা হয়। আর যদি ক্যানসার আশেপাশে ছড়িয়ে পড়ে তাহলে হিপস এবং পেলভিসে ছুরির আঘাতের মতো তীক্ষ্ণ ব্যথা হতে পারে। এছাড়া অন্যান্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে ওজন হ্রাস, বেদনাদায়ক বীর্যপাত এবং বীর্যে রক্ত।
advertisement
advertisement