রুক্ষ-শুষ্ক ত্বক ? শীতকালেও জেল্লাদার, মসৃণ ত্বক পেতে মেনে চলুন কয়েকটা সহজ টিপস

Last Updated:
শীতকালে ত্বকের জেল্লা কমতে থাকে, ত্বক শুকিয়ে যায়, রুক্ষ হয়ে ওঠে। কাজেই বাড়তি যত্ন প্রয়োজন। শীতকালেও মসৃণ, ঝলমলে ত্বক পেতে মেনে চলুন কয়েকটা সহজ টিপস--
1/7
শীতবুড়ো দরজায় কড়া নাড়ছে... এই সময়ে ত্বকের জেল্লা কমতে থাকে, ত্বক শুকিয়ে যায়, রুক্ষ হয়ে ওঠে। কাজেই ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন। শীতকালেও মসৃণ, ঝলমলে ত্বক পেতে মেনে চলুন কয়েকটা সহজ টিপস--
শীতবুড়ো দরজায় কড়া নাড়ছে... এই সময়ে ত্বকের জেল্লা কমতে থাকে, ত্বক শুকিয়ে যায়, রুক্ষ হয়ে ওঠে। কাজেই ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন। শীতকালেও মসৃণ, ঝলমলে ত্বক পেতে মেনে চলুন কয়েকটা সহজ টিপস--
advertisement
2/7
শীতেকালে ময়েশ্চারাইজর মাস্ট। বাদাম তেল বা এভোকাডো সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এগুলো ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
শীতেকালে ময়েশ্চারাইজর মাস্ট। বাদাম তেল বা এভোকাডো সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এগুলো ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
advertisement
3/7
শীতকালেও ব্যবহার করুন সানস্ক্রিন। বাড়ির বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে এসপিএফ ১৫-৩০ সম্পন্ন সানস্ক্রিন ব্যবহার করুন।
শীতকালেও ব্যবহার করুন সানস্ক্রিন। বাড়ির বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে এসপিএফ ১৫-৩০ সম্পন্ন সানস্ক্রিন ব্যবহার করুন।
advertisement
4/7
স্নানের সময় অতিরিক্ত গরম জল ব্যবহার করবেন না। স্নানের জলে কয়েক ফোঁটা জোজোবা বা বাদাম তেল মিশিয়ে নিন, ত্বক আর্দ্র এবং মসৃণ থাকবে।
স্নানের সময় অতিরিক্ত গরম জল ব্যবহার করবেন না। স্নানের জলে কয়েক ফোঁটা জোজোবা বা বাদাম তেল মিশিয়ে নিন, ত্বক আর্দ্র এবং মসৃণ থাকবে।
advertisement
5/7
শীতকালে মেকআপ করার সময় লিক্যুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন না, ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করুন।
শীতকালে মেকআপ করার সময় লিক্যুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন না, ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করুন।
advertisement
6/7
শীতকালে কখনওই ভেজা চুলে বাইরে বের হবেন না, চুলের আর্দ্রতা নষ্ট হয়ে যায়, চুল ভেঙে পড়ে। স্নানের পর  এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
শীতকালে কখনওই ভেজা চুলে বাইরে বের হবেন না, চুলের আর্দ্রতা নষ্ট হয়ে যায়, চুল ভেঙে পড়ে। স্নানের পর এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
advertisement
7/7
 কখনওই জিব দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়। কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট ফাটবে না।
কখনওই জিব দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়। কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট ফাটবে না।
advertisement
advertisement
advertisement