Shatabdi Express : দীর্ঘদিনের দাবি, অবশেষে শতাব্দী এক্সপ্রেস দাঁড়াবে এই অতি পরিচিত রেল স্টেশনে, খুশির হাওয়া গোটা এলাকায়
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Shatabdi Express : যাত্রীদের কথা চিন্তা করে অবশেষে শতাব্দী এক্সপ্রেস স্টপেজ পেল রামপুরহাট রেল স্টেশনে।
বীরভূম,সৌভিক রায়: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খুশির খবর দিয়েছে পূর্ব রেল। রামপুরহাট জংশনে নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের স্টপেজের অনুমোদন দিয়েছিল পূর্ব রেল। বিজ্ঞপ্তি জারি করে রেলর তরফ থেকে জানানো হয়েছিল প্রজাতন্ত্র দিবসের দিন থেকে ট্রেনটি রামপুরহাট জংশনে আপ ও ডাউনে স্টপেজ দেবে।
advertisement
advertisement
প্রসঙ্গত বর্ধমান সাহেবগঞ্জ লুপ লাইনে গুরুত্বপূর্ণ জংশন রামপুরহাট। মূলত এর কারণ কাছেই রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তারাপীঠ মন্দির হওয়ায় রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যের এমনকি দেশ-বিদেশের বহু পর্যটক এই স্টেশনকে ব্যবহার করেন। উত্তরবঙ্গ,ঝাড়খণ্ড ও বিহারগামী ট্রেন ধরার জন্য জেলার বিভিন্ন প্রান্তের যাত্রীরা এই স্টেশনকে উপযুক্ত হিসাবে মনে করেন।
advertisement
advertisement
advertisement
অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি সকলে। রেল সূত্রে জানা গিয়েছে, শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ভোর সাড়ে ৫টায় নিউ জলপাইগুড়ি ছেড়ে সকাল ১০টা ২৭মিনিটে এসে পৌঁছাবে রামপুরহাট জংশন। ২ মিনিট স্টপেজ দেওয়ার পর ট্রেনটি হাওড়ার উদ্দেশে ছেড়ে যাবে। হাওড়া পৌঁছবে দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে। ২টো বেজে ২৫ মিনিটে হাওড়া ছেড়ে বিকেলে ৫টা বেজে ১ মিনিটে পৌঁছাবে রামপুরহাট রেল স্টেশন।








