advertisement

Humayun Kabir-Md Salim Meet: হুমায়ুন কবীরের সঙ্গে হোটেলে দীর্ঘ বৈঠক মহম্মদ সেলিমের! ভোটের আগেই নতুন জোট! বেনজির সিদ্ধান্তের পথে CPIM?

Last Updated:

Humayun Kabir-Md Salim Meet: জানা গিয়েছে, মহম্মদ সেলিম এবং হুমায়ুন কবীরের মধ্যে বিধানসভা ভোটে জোট এবং আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে।

হুমায়ুনের সঙ্গে বৈঠকে সেলিম
হুমায়ুনের সঙ্গে বৈঠকে সেলিম
কলকাতা: ছাব্বিশের ভোটে নয়া সমীকরণ! নিউটাউনের হোটেলে মহম্মদ সেলিম-হুমায়ুন কবীর বৈঠক। প্রায় একঘণ্টার একান্ত বৈঠক হয় দুই নেতার। আর এই বৈঠকের পর দু পক্ষের আলোচনা সদর্থক বলে দাবি হুমায়ুন কবীরের। অপরদিকে, পার্টিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সেলিমও। যদিও সেলিম-হমায়ুন বৈঠক নিয়ে কটাক্ষ তৃণমূলের। কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও।
জানা গিয়েছে, মহম্মদ সেলিম এবং হুমায়ুন কবীরের মধ্যে বিধানসভা ভোটে জোট এবং আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে। আর বৈঠকে মহম্মদ সেলিম হুমায়ুনকে জানিয়েছেন যে এই বিষয়ে দলে আগে কথা হবে। তারপরই জোট বা আসন সমঝোতা নিয়ে এগোনো সম্ভব হবে বামেদের তরফে।
সূত্রের খবর, রাজারহাট নিউটাউনের একটি হোটেলে এই বৈঠক হয়। রাজ্য রাজনীতির এই দুই নেতার মধ্যে অনেকক্ষণ ধরে আলোচনা চলে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই বৈঠকের পর সেলিম জানান, হুমায়ুনের রাজনৈতিক অভিপ্রায় জানতেই এই আলোচনা। পাশাপাশি জোট নিয়ে এখনও কোনও কথা হয়নি, সেটা অবশ্য স্পষ্ট করে দেন সেলিম। তিনি বলেন, ‘আমি জানতে চেয়েছি উনি কী করতে চান, তাঁর উদ্দেশ্য কী।’
advertisement
advertisement
যদিও সেলিমের শুধু মুখের কথায় আর চিড়ে ভিজছে না। এই দুজনের বৈঠকের পরই বাংলার রাজনীতিতে জল্পনা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক মহলের বড় অংশই মনে করছে, এই জোট সিপিআইএম-এর কর্মী সমর্থকরাই আদৌ মেনে নেবে না। কারণ, নওশাদ সিদ্দিকীর আইএসএফ-এর সঙ্গে জোটের পরও দলের মধ্যে একাধিক প্রশ্ন ওঠে। কীভাবে একটি বামপন্থী দল আইএসএফ-এর সঙ্গে জোটে যেতে পারে, তা নিয়ে তোপের মুখে পড়েছিল নেতৃত্ব। যদিও সেই যাত্রায় আইএসএফ-এর ‘সেক্যুলার’ নীতিকে সামনে রেখে কিছুটা মুখ রক্ষা করা গিয়েছিল। কিন্তু এবার বাংলায় বাবরি মসজিদ তৈরির দাবি করে যার নতুন রাজনৈতিক দলের সূচনা, সেই হুমায়ুন কবীরের সঙ্গে জোটের জন্য আলোচনাও যে বাম কর্মী-সমর্থকরা মেনে নেবেন না, তা নিয়ে নিশ্চিত অনেকেই। এই বিষয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষও। তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে সিপিআইএম।’ তাই ভোটের আগে ভিক্ষের পাত্র হাতে জোট ভিক্ষা করছেন সেলিমরা বলে কটাক্ষ করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Humayun Kabir-Md Salim Meet: হুমায়ুন কবীরের সঙ্গে হোটেলে দীর্ঘ বৈঠক মহম্মদ সেলিমের! ভোটের আগেই নতুন জোট! বেনজির সিদ্ধান্তের পথে CPIM?
Next Article
advertisement
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
  • উদ্ধার ব্ল্যাকবক্স !

  • বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে?

  • পাইলটের শেষ কথা ‘Oh S***’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement