Ajit Pawar Dies In Plane Crash: কাকা শরদের ছায়া থেকে বেরিয়েছিলেন... হয়ে উঠেছিলেন সবার ‘দাদা’! কেমন ছিল অজিত পওয়ারের রাজনৈতিক জীবন?
- Published by:Rachana Majumder
Last Updated:
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শীর্ষ নেতা তিনি। এনডিএ সরকারের শরিক। উপমুখ্যমন্ত্রী হিসাবে সব থেকে বেশি দিন গদিতে। ১৯৫৯ সালে ২২ জুলাই জন্ম অজিত অন্তরাও পওয়ারের৷ বাবার নাম অন্তরাও এবং মা আশাতাই পওয়ার৷ শরদ পওয়ারের বড় ভাই ছিলেন অজিত পওয়ারের বাবা৷ অর্থাৎ, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এনসিপি-র প্রতিষ্ঠাতা শরদ পওয়ারের নিজের ভাইপো হলেন অজিত পওয়ার৷
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শীর্ষ নেতা তিনি। এনডিএ সরকারের শরিক। উপমুখ্যমন্ত্রী হিসাবে সব থেকে বেশি দিন গদিতে। ১৯৫৯ সালে ২২ জুলাই জন্ম অজিত অন্তরাও পওয়ারের৷ বাবার নাম অন্তরাও এবং মা আশাতাই পওয়ার৷ শরদ পওয়ারের বড় ভাই ছিলেন অজিত পওয়ারের বাবা৷ অর্থাৎ, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এনসিপি-র প্রতিষ্ঠাতা শরদ পওয়ারের নিজের ভাইপো হলেন অজিত পওয়ার৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২০১৯ সালের নভেম্বরে, অজিত কিছু সময়ের জন্য বিজেপির সাথে সরকার গঠনের জন্য দলত্যাগ করেন...যে সরকার মাত্র ৮০ ঘণ্টা স্থায়ী হয়েছিল।কিন্তু ২০২৩ সালের জুলাই মাসে এই ভাঙন স্থায়ী হয়ে যায়, যখন অজিত পওয়ার আবারও বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগ দেন বিধায়কদের একটি অংশকে নিয়ে... এবার উপ-মুখ্যমন্ত্রী হিসেবে। এই পদক্ষেপের ফলে এনসিপি বিভক্ত হয়ে যায়। নির্বাচন কমিশন তাঁর দলকে দলের নাম এবং প্রতীক প্রদান করে।







