Health Tips: সস্তার এই অপরিচিত লেবু হুড়মুড়িয়ে কমায় ওজন! নিয়ন্ত্রণে রাখে সুগার! বিশেষ পদ্ধতিতে খান রোজ
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Health Tips: রোজ খেতে হবে একটি মাত্র লেবু, আর তাতেই নাকি কমবে সুগার! বাড়িতে সাজিয়ে রাখার জন্যও এখন অনেকেই এই গাছ কিনছেন। তবে এই লেবুর গন্ধ খুবই সুন্দর, একদম কমলালেবুর মতো। স্বাদে অত্যন্ত টক হওয়ার কারণে এই লেবু চায়ের সঙ্গে পান করতে বেশ লাগবে।
advertisement
advertisement
advertisement
advertisement
*সুগার নিয়ে এখন কমবেশি অনেকেই চিন্তায় থাকেন। অনেক সময় দেখা যাচ্ছে খুবই অল্প বয়স থেকেই শরীরে সুগার ধরা পড়ছে। সুগারের জ্বালায় একেবারে নাজেহাল হয়ে পড়ছেন বহু মানুষ। ডাক্তার দেখাতে হচ্ছে, শরীরচর্চা করতে হচ্ছে। ভাল চিকিৎসকের পরামর্শ নিতে অনেকে আবার বিদেশেও যাচ্ছেন। অবশ্যই সুগার থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সংগৃহীত ছবি।
advertisement
*তবে এই কামকট লেবুও সুগারের মাত্রা কমাতে বিশেষ ভাবে সাহায্য করে! নার্সারির ভারপ্রাপ্ত গোলাম মুরতাজা জানিয়েছেন, "এই লেবু সুগারের পেশেন্টের জন্য খুবই ভাল। প্রতিদিন এই লেবু একটা করে সুগারের রোগীরা খেতে পারলে অনেক কাজে লাগবে। এই গাছ থেকে সারা বছর ফলন পাওয়া যাবে এবং ২৫-৩০ বছর গাছ বাঁচবে।" সংগৃহীত ছবি।
advertisement









