Health Tips: শুধু পুজোয় বা সৌন্দর্য বাড়াতে নয়, গাঁদা ফুলের উপকার জানলে চমকে না উঠে পারবেন না!

Last Updated:
Health Tips: এই সব ফুলের পেস্ট লাগালে মুখের দাগ-ছোপও দূর হয়।
1/6
সাধারণত বাড়ি কিংবা বাগানের সৌন্দর্য বর্ধন করতে কয়েক ধরনের ফুলের গাছ রোপণ করা হয়। এমনকী অনেক সময় তা পুজোর কাজেও লাগে। তবে এর মধ্যে কিছু গাছ এবং ফুল রয়েছে, যা ঔষধি গুণে ঠাসা। এগুলো শুধু স্বাস্থ্যের জন্যই নয়, সেই সঙ্গে ত্বকের জন্যও তা দারুণ উপকারী। এমনকী এই সব ফুলের পেস্ট লাগালে মুখের দাগ-ছোপও দূর হয়।
সাধারণত বাড়ি কিংবা বাগানের সৌন্দর্য বর্ধন করতে কয়েক ধরনের ফুলের গাছ রোপণ করা হয়। এমনকী অনেক সময় তা পুজোর কাজেও লাগে। তবে এর মধ্যে কিছু গাছ এবং ফুল রয়েছে, যা ঔষধি গুণে ঠাসা। এগুলো শুধু স্বাস্থ্যের জন্যই নয়, সেই সঙ্গে ত্বকের জন্যও তা দারুণ উপকারী। এমনকী এই সব ফুলের পেস্ট লাগালে মুখের দাগ-ছোপও দূর হয়।
advertisement
2/6
আর এই সুন্দর ফুলটির নাম হল গাঁদা। শীতের মরশুমে বাড়ি এবং বাগান সেজে ওঠে গাঁদা ফুলে। হলুদ, কমলা, লাল, সাদা রঙের ফুলগুলির মধ্যে চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট-ধর্মী উপাদান রয়েছে।
আর এই সুন্দর ফুলটির নাম হল গাঁদা। শীতের মরশুমে বাড়ি এবং বাগান সেজে ওঠে গাঁদা ফুলে। হলুদ, কমলা, লাল, সাদা রঙের ফুলগুলির মধ্যে চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট-ধর্মী উপাদান রয়েছে।
advertisement
3/6
আবার এটি ত্বকের ঘরোয়া প্রতিকার হিসেবেও ব্যবহৃত হয়। রোদে পোড়া, কোনও পোকার কামড়, আঁচিল এবং ব্রণ উপশম করতে এই ফুল ব্যবহার করা যেতে পারে।
আবার এটি ত্বকের ঘরোয়া প্রতিকার হিসেবেও ব্যবহৃত হয়। রোদে পোড়া, কোনও পোকার কামড়, আঁচিল এবং ব্রণ উপশম করতে এই ফুল ব্যবহার করা যেতে পারে।
advertisement
4/6
এমনকী এটি ক্ষত, পোড়া এবং ত্বকের র‍্যাশের চিকিৎসায় সহায়ক। আয়ুর্বেদ চিকিৎসক ডা. ব্রজেশ কুলপাড়িয়া লোকাল১৮-এর সঙ্গে বিশেষ আলাপচারিতায় জানান যে, প্রাচীনকালে যখন কোনও ওষুধের প্রচলন ছিল না, তখন ভেষজ ও ফুল-পাতার রস রোগ নিরাময়ের ওষুধ হিসেবে ব্যবহার করা হত। এই গাঁদা ফুল শুধু সৌন্দর্যেই পরিপূর্ণ না, এর অনেক রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতাও রয়েছে।
এমনকী এটি ক্ষত, পোড়া এবং ত্বকের র‍্যাশের চিকিৎসায় সহায়ক। আয়ুর্বেদ চিকিৎসক ডা. ব্রজেশ কুলপাড়িয়া লোকাল১৮-এর সঙ্গে বিশেষ আলাপচারিতায় জানান যে, প্রাচীনকালে যখন কোনও ওষুধের প্রচলন ছিল না, তখন ভেষজ ও ফুল-পাতার রস রোগ নিরাময়ের ওষুধ হিসেবে ব্যবহার করা হত। এই গাঁদা ফুল শুধু সৌন্দর্যেই পরিপূর্ণ না, এর অনেক রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতাও রয়েছে।
advertisement
5/6
আসলে গাঁদা ফুলে থাকে ভিটামিন এ, ভিটামিন বি, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট-ধর্মী উপাদান। যা শরীরকে নানা ধরনের রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। শুধু তা-ই নয়, গাঁদা ফুল চুল পড়া, খুশকি, মাথার ত্বকে ফাঙ্গাস, দাদ, চুলকানি এবং খোস-পাঁচড়ার মতো সমস্যা থেকেও মুক্তি দিতে সাহায্য করে।
আসলে গাঁদা ফুলে থাকে ভিটামিন এ, ভিটামিন বি, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট-ধর্মী উপাদান। যা শরীরকে নানা ধরনের রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। শুধু তা-ই নয়, গাঁদা ফুল চুল পড়া, খুশকি, মাথার ত্বকে ফাঙ্গাস, দাদ, চুলকানি এবং খোস-পাঁচড়ার মতো সমস্যা থেকেও মুক্তি দিতে সাহায্য করে।
advertisement
6/6
এছাড়া গাঁদা ফুলে অনেক ধরনের ঔষধি গুণও পাওয়া যায়। যা আমাদের শরীরকে বাহ্যিক রোগের হাত থেকে রক্ষা করতে সহায়ক। কেউ কোনও আঘাত পেলে এবং অবিরত রক্তপাত হতে থাকলে গাঁদা গাছের পাতার রস ক্ষতস্থানে লাগালে নিমেষেই সমস্যার সমাধান হয়ে যায়। অবিলম্বেই কমে রক্তপাত।
এছাড়া গাঁদা ফুলে অনেক ধরনের ঔষধি গুণও পাওয়া যায়। যা আমাদের শরীরকে বাহ্যিক রোগের হাত থেকে রক্ষা করতে সহায়ক। কেউ কোনও আঘাত পেলে এবং অবিরত রক্তপাত হতে থাকলে গাঁদা গাছের পাতার রস ক্ষতস্থানে লাগালে নিমেষেই সমস্যার সমাধান হয়ে যায়। অবিলম্বেই কমে রক্তপাত।
advertisement
advertisement
advertisement