সাবধান ! আংটি, তাবিজ-কবজ, ঘড়ি থেকেও ছড়াতে পারে করোনা সংক্রমণ

Last Updated:
যে কোনও আংটি থেকেই ছড়াতে পারে সংক্রমণ। বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েও আংটির ভিতরে জমে থাকা জীবাণু বের করা যায় না।
1/5
শনির দৃষ্টি যাতে না পড়ে ৷ জীবনের ‘অগ্রগতি’-র জন্য জ্যোতিষীর পরামর্শে অনেকেই হাতে অনেক রত্ন আংটি পরেন ৷ সেগুলি এবার খুলে রাখার সময় হয়েছে ৷ কারণ আংটি থেকেই হতে পারে বিপদ ! Representational Image
শনির দৃষ্টি যাতে না পড়ে ৷ জীবনের ‘অগ্রগতি’-র জন্য জ্যোতিষীর পরামর্শে অনেকেই হাতে অনেক রত্ন আংটি পরেন ৷ সেগুলি এবার খুলে রাখার সময় হয়েছে ৷ কারণ আংটি থেকেই হতে পারে বিপদ ! Representational Image
advertisement
2/5
 যে কোনও আংটি থেকেই ছড়াতে পারে সংক্রমণ। বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েও আংটির ভিতরে জমে থাকা জীবাণু বের করা যায় না। কখনও কখনও তো সাবানও থেকে যায় আংটির ফাঁকে। খাওয়ার সময় যা পেটে চলে যেতে পারে। যা ডেকে আনতে পারে বিপদ। ফলে আপনার ভালবাসার আংটিই হয়ে উঠতে পারে প্রাণঘাতী। Representational Image
যে কোনও আংটি থেকেই ছড়াতে পারে সংক্রমণ। বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েও আংটির ভিতরে জমে থাকা জীবাণু বের করা যায় না। কখনও কখনও তো সাবানও থেকে যায় আংটির ফাঁকে। খাওয়ার সময় যা পেটে চলে যেতে পারে। যা ডেকে আনতে পারে বিপদ। ফলে আপনার ভালবাসার আংটিই হয়ে উঠতে পারে প্রাণঘাতী। Representational Image
advertisement
3/5
 চিকিৎসকদের মতে, এইসময় হাতে আংটি থেকে শুরু করে বাকি যে কোনও জুয়েলারি, এমনকী ঘড়িও না পরাই ভাল ৷ কারণ করোনার জীবাণু আংটির বিভিন্ন ধাতু, রত্ন, মণিমাণিক্যে কতটা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে, সে ব্যাপারে সর্বজনগ্রাহ্য গবেষণার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি, এ কথা ঠিক। কিন্তু সাধারণ অভিজ্ঞতা থেকেই বলা যায়, ধাতব আংটিতে যথেষ্ট পরিমাণে জমে থাকে ধুলো ও বিভিন্ন ধরনের জীবাণু। তাই ভাবছেন হ্যান্ড স্যানিটাইজারে ধুলেই হাত খুব পরিষ্কার থাকছে ? আদতে কিন্তু তা নয় ৷ আপনার হাতের আংটিগুলিই ডেকে আনতে পারে বিপদ ৷ Representational Image
চিকিৎসকদের মতে, এইসময় হাতে আংটি থেকে শুরু করে বাকি যে কোনও জুয়েলারি, এমনকী ঘড়িও না পরাই ভাল ৷ কারণ করোনার জীবাণু আংটির বিভিন্ন ধাতু, রত্ন, মণিমাণিক্যে কতটা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে, সে ব্যাপারে সর্বজনগ্রাহ্য গবেষণার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি, এ কথা ঠিক। কিন্তু সাধারণ অভিজ্ঞতা থেকেই বলা যায়, ধাতব আংটিতে যথেষ্ট পরিমাণে জমে থাকে ধুলো ও বিভিন্ন ধরনের জীবাণু। তাই ভাবছেন হ্যান্ড স্যানিটাইজারে ধুলেই হাত খুব পরিষ্কার থাকছে ? আদতে কিন্তু তা নয় ৷ আপনার হাতের আংটিগুলিই ডেকে আনতে পারে বিপদ ৷ Representational Image
advertisement
4/5
বিশেষজ্ঞরা তাই জানাচ্ছেন, তাবিজ-কবজ থেকে হয়তো খাওয়ার সময় সরাসরি জীবাণু মুখে যায় না। কিন্তু সেখান থেকেও সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই আংটি, তাবিজ-কবজ থেকে এই সময়টা দূরে থাকতে বলছেন তাঁরা। Representational Image
বিশেষজ্ঞরা তাই জানাচ্ছেন, তাবিজ-কবজ থেকে হয়তো খাওয়ার সময় সরাসরি জীবাণু মুখে যায় না। কিন্তু সেখান থেকেও সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই আংটি, তাবিজ-কবজ থেকে এই সময়টা দূরে থাকতে বলছেন তাঁরা। Representational Image
advertisement
5/5
তাই হাত ভাল করে ধোওয়ার পাশাপাশি এখন এগুলির দিকে নজর দেওয়ারও সময় এসেছে ৷ Representational Image
তাই হাত ভাল করে ধোওয়ার পাশাপাশি এখন এগুলির দিকে নজর দেওয়ারও সময় এসেছে ৷ Representational Image
advertisement
advertisement
advertisement