Lifestyle: কমে ওজন, হার মানে সুগার! লঙ্কার এই লুকনো গুণের কথা জানেন না ৯০ শতাংশ মানুষ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
হেলথলাইন অনুসারে, এক টেবিল চামচ লাল লঙ্কায় রয়েছে ৮৮ শতাংশ জল, ০.৩ গ্রাম প্রোটিন, ১.৩ গ্রাম শর্করা, ০.২ গ্রাম ফাইবার এবং ০.১ গ্রাম ফ্যাট। এছাড়াও, এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি৬, ভিটামিন কে১, পটাসিয়াম, কপার এবং ভিটামিন এ, যা আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য।
লঙ্কা ছাড়া যে কোনও রান্না হতে পারে, তা বোধহয় ভাবতেই পারেন না কোনও বাঙালি৷ ভারতীয় রন্ধনপ্রণালীর এ এক অতি গুরুত্বপূর্ণ এবং বিশেষ উপাদান৷ তবে শুধু স্বাদ বৃদ্ধিই নয়, এই লঙ্কার কিন্তু, একাধিক স্বাস্থ্যগত গুণাবলিও রয়েছে৷ তবে, বাজারে দু’ধরনের লঙ্কা রয়েছে৷ এক, সবুজ কাঁচা লঙ্কা ও দুই, লাল গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা। কী তাদের খাদ্যগুণ? কোনটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল, কোনটাই বা খারাপ, জেনে নিন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Healthline-এর রিপোর্ট বলছে, যদি শুকনো লাল লঙ্কা বা লঙ্কা গুঁড়োর সঙ্গে কাঁচা লঙ্কার তুলনা টানা হয়, তাহলে কাঁচা লঙ্কাকেই স্বাস্থ্যের জন্য বেশি ভাল বলা চলে। কাঁচা লঙ্কায় জল থাকে এবং এতে ক্যালোরি কম। কাঁটা লঙ্কা বিটা-ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এন্ডোর্ফিন সমৃদ্ধ। অন্যদিকে, অতিরিক্ত পরিমাণে লাল মরিচ খাওয়ার ফলে অম্বল হতে পারে। এর ফলে পেপটিক আলসার হতে পারে। শুধু তাই নয় বাজার থেকে লাল মরিচের গুঁড়া কিনে তাতে ক্ষতিকর রং ও কৃত্রিম রং থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
advertisement
advertisement
অন্যদিকে, এক কাপ কাঁচা লঙ্কায় রয়েছে ৫২.৭৬ শতাংশ ভিটামিন সি, ৩৬.৮০ শতাংশ সোডিয়াম, ২৩.১৩ শতাংশ আয়রন, ১৮.২৯ শতাংশ ভিটামিন বি৯ এবং ১২.৮৫ শতাংশ ভিটামিন বি৬। এছাড়াও, এতে ভিটামিন এ, বি, সি, ই, পি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফাইবার রয়েছে। (Disclaimet: এই প্রতিবেদনে থাকা তথ্যে সত্যতা নিশ্চিত করে না, নিউজ ১৮ বাংলা৷ মেনে চলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন)