কোটি কোটি মানুষের মৃত্যু...করোনার আগে যে অতিমারিগুলো মৃত্যুমিছিল ডেকেছে

Last Updated:
শুধু করোনাই নয়, এর আগেও বারবার বিশ্বকে মৃত্যুপুরি বানিয়েছে এই অতিমারিগুলো--
1/9
গোটা বিশ্বে করোনা ত্রাস। অব্যাহত মৃত্যুমিছিল। বিশ্বে মৃত্যু ৩৭,৮১০। ভারতে মৃত্যু ৩২। তবে শুধু করোনাই নয়, এর আগেও বারবার বিশ্বকে মৃত্যুপুরি বানিয়েছে এই অতিমারিগুলো--
গোটা বিশ্বে করোনা ত্রাস। অব্যাহত মৃত্যুমিছিল। বিশ্বে মৃত্যু ৩৭,৮১০। ভারতে মৃত্যু ৩২। তবে শুধু করোনাই নয়, এর আগেও বারবার বিশ্বকে মৃত্যুপুরি বানিয়েছে এই অতিমারিগুলো--
advertisement
2/9
কলেরা: গত ২০০ বছরে বারে বারেই অতিমারির আকার নিয়ে ফিরে এসেছে কলেরা। ১৮১৭ সালে প্রথম কলেরা ছড়ায় এই রাজ্যে, তার পর তা ছড়িয়ে পড়ে সারা ভারতে। কয়েক হাজার ভারতীয় এবং ব্রিটিশের মৃত্যু হয়। সাত বার অতিমারির আকার নিয়ে এ বিশ্বে ফিরে এসেছে কলেরা। সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছিল ষষ্ঠ কলেরা অতিমারি, ১৮৯৯ সালে। শুধুমাত্র ভারতেই মৃত্যু হয়েছিল 8 লক্ষ মানুষের। মৃত্যুলীলা চলেছিল পশ্চিম ইউরোপ, রাশিয়া, উত্তর আফ্রিকাতেও।
কলেরা: গত ২০০ বছরে বারে বারেই অতিমারির আকার নিয়ে ফিরে এসেছে কলেরা। ১৮১৭ সালে প্রথম কলেরা ছড়ায় এই রাজ্যে, তার পর তা ছড়িয়ে পড়ে সারা ভারতে। কয়েক হাজার ভারতীয় এবং ব্রিটিশের মৃত্যু হয়। সাত বার অতিমারির আকার নিয়ে এ বিশ্বে ফিরে এসেছে কলেরা। সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছিল ষষ্ঠ কলেরা অতিমারি, ১৮৯৯ সালে। শুধুমাত্র ভারতেই মৃত্যু হয়েছিল 8 লক্ষ মানুষের। মৃত্যুলীলা চলেছিল পশ্চিম ইউরোপ, রাশিয়া, উত্তর আফ্রিকাতেও।
advertisement
3/9
প্লেগ অব জাস্টিনিয়ান: রোমান রাজা প্রথম জাস্টিনিয়ানের রাজত্বকালে এই রোগের প্রকোপ দেখা যায়। সেই থেকেই এই নামকরণ। মূলত এক ধরনের কালো ইঁদুর থেকে এই রোগ ছড়িয়েছিল। গোটা বিশ্বে মৃত্যু হয় প্রায় আড়াই কোটি মানুষের।
প্লেগ অব জাস্টিনিয়ান: রোমান রাজা প্রথম জাস্টিনিয়ানের রাজত্বকালে এই রোগের প্রকোপ দেখা যায়। সেই থেকেই এই নামকরণ। মূলত এক ধরনের কালো ইঁদুর থেকে এই রোগ ছড়িয়েছিল। গোটা বিশ্বে মৃত্যু হয় প্রায় আড়াই কোটি মানুষের।
advertisement
4/9
অ্যান্টোনিন প্লেগ: রোমে মৃত্যুবন্যা ডেকেছিল এই অসুখ। মৃত্যু হয়েছিল ৫০ লক্ষ মানুষের। ১৬৫ থেকে ১৮০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রকোপ ছিল এই রোগের।
অ্যান্টোনিন প্লেগ: রোমে মৃত্যুবন্যা ডেকেছিল এই অসুখ। মৃত্যু হয়েছিল ৫০ লক্ষ মানুষের। ১৬৫ থেকে ১৮০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রকোপ ছিল এই রোগের।
advertisement
5/9
এইচআইভি/এইডস: ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত অতিমারির আকার নেয় এই রোগ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আফ্রিকা। এই সময়কালের মধ্যে বিশ্বে সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু হয়েছিল।
এইচআইভি/এইডস: ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত অতিমারির আকার নেয় এই রোগ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আফ্রিকা। এই সময়কালের মধ্যে বিশ্বে সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু হয়েছিল।
advertisement
6/9
স্প্যানিশ ফ্লু: ইতিহাসের অন্যতম ভয়ানক রোগ। ১৯১৮ সালে স্পেন থেকে সারা বিশ্বে এই রোগ ছড়িয়ে পড়ে। বিশ্বে ৫০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল পাঁচ কোটি মানুষের।
স্প্যানিশ ফ্লু: ইতিহাসের অন্যতম ভয়ানক রোগ। ১৯১৮ সালে স্পেন থেকে সারা বিশ্বে এই রোগ ছড়িয়ে পড়ে। বিশ্বে ৫০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল পাঁচ কোটি মানুষের।
advertisement
7/9
দ্য ব্ল্যাক ডেথ: ইতিহাসের সবচেয়ে ভয়ানক রোগ। গোটা বিশ্বে মৃত্যু হয়েছিল ২০ কোটি মানুষের। ১৩৪৬ সালে প্রথম এশিয়ার দেশগুলোয়, তারপর গোটা বিশ্বে থাবা বসিয়েছিল এই রোগ।কালো ইঁদুর থেকে এই রোগ ছড়িয়ে পড়ে।
দ্য ব্ল্যাক ডেথ: ইতিহাসের সবচেয়ে ভয়ানক রোগ। গোটা বিশ্বে মৃত্যু হয়েছিল ২০ কোটি মানুষের। ১৩৪৬ সালে প্রথম এশিয়ার দেশগুলোয়, তারপর গোটা বিশ্বে থাবা বসিয়েছিল এই রোগ।কালো ইঁদুর থেকে এই রোগ ছড়িয়ে পড়ে।
advertisement
8/9
হংকং ফ্লু: প্রথম হংকং-য়ে এই রোগ ছড়ায়, মাত্র দু’মাসের মধ্যেই এই ভাইরাস ভারত, ফিলিপিন্স, উত্তর অস্ট্রেলিয়া এবং ইউরোপে পৌঁছে যায়। সেখান থেকে ছড়িয়ে পড়ে জাপান, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা-সারা বিশ্বে। এই অসুখে মৃত্যু হয়েছিল ১০ লক্ষ মানুষের।
হংকং ফ্লু: প্রথম হংকং-য়ে এই রোগ ছড়ায়, মাত্র দু’মাসের মধ্যেই এই ভাইরাস ভারত, ফিলিপিন্স, উত্তর অস্ট্রেলিয়া এবং ইউরোপে পৌঁছে যায়। সেখান থেকে ছড়িয়ে পড়ে জাপান, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা-সারা বিশ্বে। এই অসুখে মৃত্যু হয়েছিল ১০ লক্ষ মানুষের।
advertisement
9/9
এশিয়াটিক ফ্লু: ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইচ৩এন৮ হিসাবে এই অসুখকে চিহ্নিত করেন গবেষকরা। রাশিয়ার বুখারাতে প্রথম এই রোগ দেখা যায়। ১৮৮৯ সালে এই ফ্লু-র প্রকোপে সারা বিশ্বে ১০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল।
এশিয়াটিক ফ্লু: ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইচ৩এন৮ হিসাবে এই অসুখকে চিহ্নিত করেন গবেষকরা। রাশিয়ার বুখারাতে প্রথম এই রোগ দেখা যায়। ১৮৮৯ সালে এই ফ্লু-র প্রকোপে সারা বিশ্বে ১০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল।
advertisement
advertisement
advertisement