Mouth Ulcer: মুখের ভিতরে আলসার হয়ে অসহ্য যন্ত্রণা! উপশম পেতে কয়েকটি টোটকা রইল
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Mouth Ulcer: মুখের ভিতরেও এক ধরনের আলসার হয়। দেখতে ঘায়ের মতোই এই মাউথ আলসার খুবই যন্ত্রণাদায়ক।
মুখের ভিতরেও এক ধরনের আলসার হয়। দেখতে ঘায়ের মতোই এই মাউথ আলসার খুবই যন্ত্রণাদায়ক। খুব বেশিদিন মুখের ভিতর এই আলসার স্থায়ী না হলেও, ব্যথায় অবস্থা কাহিল হয়। ঠিক মতো খাবারও খাওয়া যায় না। এমনকি কথা বলতেও সমস্যা হয়। চিকিৎসকরা বলেন, মূলত ভিটামিন সি-এর অভাবে এই সমস্যা দেখা যায়। কিন্তু বাড়িতেই কয়েকটি টোটকা এই সমস্যা সমাধান করতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement