এই গরমে সুস্থ থাকার পাসওয়ার্ড আম সজনের ডাল ও কাঁচা আমের তরকারি, রইল রেসিপি--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সুয্যিমামা মনের সুখে তাপবর্ষণ করে চলেছে! গলদঘর্ম নাজেহাল অবস্থা! তবে এই গরমেও চোখ জুড়িয়ে যায় বাজার জুড়ে আমের মেলা দেখে ! 'আম্রউৎসব'-এ মাতবে না, এমন বাঙালি খঁজে পাওয়া ভার! তবে খেলে শুধু মন-প্রাণই জুড়ায় না, এই দাবদাহে সুস্থ থাকার পাসওয়ার্ডও আম! কাজেই গরমে সুস্থ থাকতে বাড়িতে বানান আমের এই পদগুলো, রইল রেসিপি-- Photo Source: Collected
advertisement
advertisement
advertisement
advertisement
কাঁচা আমের তরকারি বানাতে---প্রথমে আম খোসাসুদ্ধ বড় টুকরোয় কেটে নিন। প্যানে তেল গরম করে সর্ষে, জিরে, হিং, হলুদগুঁড়ো আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিন। সর্ষে আর জিরে ফুটতে শুরু করলে আমের টুকরো মেশান। চিনি আর জল দিয়ে ১০-১৫ মিনিট ফুটতে দিন। আম পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল গাঢ় হলে নামিয়ে নিন। গরম গরম বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। Photo Source: Collected
