Blood pressure: গরম ভাতে কচুর লতি, দূরে রাখে চোখের ছানি থেকে ব্লাড প্রেশার! ৯৯ শতাংশ মানুষই জানেন না কচু পাতার এত গুণ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কচুর লতি পুষ্টির: হেলথলাইন রিপোর্ট অনুযায়ী, কচু পাতায় প্রচুর পরিমাণে ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক সহ অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে। কচুতে ক্যালোরির পরিমাণ খুবই কম।
কচু পাতার স্বাস্থ্যগত উপকারিতা: বাঙালির কাছে কচু পাতা যে কতটা জনপ্রিয়, তা আর আলাদা করে বলে দিতে হয় না৷ কিন্তু, শুধুমাত্র স্বাদ নয়, কচু পাতা ও কচুর লতির যে স্বাস্থ্য মাহাত্ম্যও ব্যাপক, সে কথাও অনস্বীকার্য়৷ পুষ্টিগুণে ভরপুর এই পাতার ওষধি গুণে সমৃদ্ধ৷ কচুর পাতা এবং কচুর লতিতে থাকে ডায়েটারি ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রনের মতো খনিজ পদার্থ৷ কচুর পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যও রয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই ভুল কখনওই করবেন না: কচু পাতা কখনও কাঁচা খাওয়া উচিত নয়৷ শরীর খারাপ হতে পারে৷ যদিও কচু পাতা বাটা খুবই উপাদেয় খাদ্য। কচু পাতা সব সময় সেদ্ধ করে বা অন্য কিছুতে যোগ করে ভাল করে রান্না করে খাওয়া উচিত। কখনও কখনও কাঁচা কচুর পাতা বা কচুর লতি বিষাক্ত প্রমাণিত হতে পারে৷ তাই, সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত। পাতাগুলি ভালভাবে পরিষ্কার করে, ধুয়ে এবং সেদ্ধ করে বা সঠিকভাবে রান্না করলে তবেই উপকার পাওয়া যায়। আপনি যদি কোনও গুরুতর রোগের রোগী হন বা খাবারে অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবে কচুর পাতা খান। (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্য নিউজ১৮ বাংলা নিশ্চিত করে না৷ এগুলি মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নিন৷)