Numbness: ঘন ঘন ঝিন ধরে যায় হাত-পায়ে! একদম অবহেলা করবেন না কিন্তু, হতে পারে বড় কোনও রোগের লক্ষণ

Last Updated:
Numbness Reason: এই সমস্যার পরিবেশগত উপশমের উপায় হতে পারে পোস্ত৷ পোস্ত ক্যালশিয়ামের অন্যতম প্রাকৃতিক উৎস৷ এছাড়া, তিলও যথেষ্ট উপকারী এক্ষেত্রে৷ দুধও খেতে পারেন নিয়মিত, যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে৷
1/9
অনেকক্ষণ হয়ত বসে আছেন৷ দেখলেন পা-টা কেমন ঝিন ধরে অসাড় হয়ে গেল৷ আবার এমনও কখনও কখনও হয়েছে হয়ত, তন্দ্রায় আচ্ছন্ন রয়েছেন, দেখছেন, বাঁ হাত টা এত ঝিনঝিন ধরে গেছে যে, সেটা তুলতেই পারছেন না৷ ঘুমের মধ্যে অসাড় হয়ে যাওয়ার ঘটনা তো আখছাড় ঘটে৷ তাই না?
অনেকক্ষণ হয়ত বসে আছেন৷ দেখলেন পা-টা কেমন ঝিন ধরে অসাড় হয়ে গেল৷ আবার এমনও কখনও কখনও হয়েছে হয়ত, তন্দ্রায় আচ্ছন্ন রয়েছেন, দেখছেন, বাঁ হাত টা এত ঝিনঝিন ধরে গেছে যে, সেটা তুলতেই পারছেন না৷ ঘুমের মধ্যে অসাড় হয়ে যাওয়ার ঘটনা তো আখছাড় ঘটে৷ তাই না?
advertisement
2/9
কিন্তু, বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বার বার এই ধরনের ঘটনা অবহেলা করা এক্কেবারে উচিত নয়৷ জেনে নিন কী কী কারণে এই সমস্যা ঘন ঘন দেখা দিতে পারে৷ উপশমের উপায়ই বা কী?
কিন্তু, বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বার বার এই ধরনের ঘটনা অবহেলা করা এক্কেবারে উচিত নয়৷ জেনে নিন কী কী কারণে এই সমস্যা ঘন ঘন দেখা দিতে পারে৷ উপশমের উপায়ই বা কী?
advertisement
3/9
বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা ঘন ঘন হলে, তা-ও তা মেনে নেওয়া যায়৷ কিন্তু, বাচ্চা বা কম বয়সি কারও হাত পা এত ঘন ঘন ঝিন ধরে গেলে এর পিছনে থাকতে পারে বড় কোনও কারণ৷
বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা ঘন ঘন হলে, তা-ও তা মেনে নেওয়া যায়৷ কিন্তু, বাচ্চা বা কম বয়সি কারও হাত পা এত ঘন ঘন ঝিন ধরে গেলে এর পিছনে থাকতে পারে বড় কোনও কারণ৷
advertisement
4/9
ঝিন ধরে গেলে বা হাত-পা অসাড় হয়ে গেলে আমরা কখনও হাত মুচড়ে, কখনও পা ঠুকে ঠুকে তা ঠিক করে নিই৷ কিন্তু, এই সবই সাময়িক৷  বিশেষজ্ঞেরা বলছেন,আমাদের বর্তমান লাইফস্টাইল, খাদ্যাভ্যাসই এই সমস্ত রোগের মূল কারণ৷
ঝিন ধরে গেলে বা হাত-পা অসাড় হয়ে গেলে আমরা কখনও হাত মুচড়ে, কখনও পা ঠুকে ঠুকে তা ঠিক করে নিই৷ কিন্তু, এই সবই সাময়িক৷ বিশেষজ্ঞেরা বলছেন,আমাদের বর্তমান লাইফস্টাইল, খাদ্যাভ্যাসই এই সমস্ত রোগের মূল কারণ৷
advertisement
5/9
হাতে পায়ে ঝিন ধরে যাওয়ার অর্থ শরীরের ওই অংশে রক্ত প্রবাহ কোনও ভাবে বাধাপ্রাপ্ত হওয়া৷ কিন্তু, কেন এমনটা হয়, জানেন কি?
হাতে পায়ে ঝিন ধরে যাওয়ার অর্থ শরীরের ওই অংশে রক্ত প্রবাহ কোনও ভাবে বাধাপ্রাপ্ত হওয়া৷ কিন্তু, কেন এমনটা হয়, জানেন কি?
advertisement
6/9
অনেক সময় বেশিক্ষণ এক ভাবে কাজ করা, এক ভাবে বসে থাকা, এই সমস্ত কারণে মাংসপেশি, বা স্নায়ুতে স্ট্রেস পড়তে পারে৷ কিন্তু, জেনে রাখুন, অতিরিক্ত ধূমপান, মদ্যপান করলেও শরীরের বিভিন্ন অংশে অসাড়তা ঘন ঘন লক্ষ্য করতে পারেন৷ থাকতে পারে স্নায়ুর কোনও সমস্যা৷
অনেক সময় বেশিক্ষণ এক ভাবে কাজ করা, এক ভাবে বসে থাকা, এই সমস্ত কারণে মাংসপেশি, বা স্নায়ুতে স্ট্রেস পড়তে পারে৷ কিন্তু, জেনে রাখুন, অতিরিক্ত ধূমপান, মদ্যপান করলেও শরীরের বিভিন্ন অংশে অসাড়তা ঘন ঘন লক্ষ্য করতে পারেন৷ থাকতে পারে স্নায়ুর কোনও সমস্যা৷
advertisement
7/9
অতিরিক্ত বাজার চলতি ঠান্ডা পানীয় খাওয়া, ডায়াবেটিসের সমস্যা থাকা, ভিটামিন B12 কম থাকা এবং অন্যান্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস কম থাকার জন্যেও এই সমস্যা ঘন ঘন দেখা দিতে পারে৷ আপার বডি ওয়েট বেড়ে যাওয়াও এর কারণ হতে পারে৷
অতিরিক্ত বাজার চলতি ঠান্ডা পানীয় খাওয়া, ডায়াবেটিসের সমস্যা থাকা, ভিটামিন B12 কম থাকা এবং অন্যান্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস কম থাকার জন্যেও এই সমস্যা ঘন ঘন দেখা দিতে পারে৷ আপার বডি ওয়েট বেড়ে যাওয়াও এর কারণ হতে পারে৷
advertisement
8/9
বহু কারণেই এই সমস্যা বারবার ফিরে আসতে পারে৷ তাই ভুল করেও এই লক্ষণ অবহেলা করবেন না৷ তবে চিকিৎসকেরা বলছেন, মূলত শরীরে ভিটামিন  B12 কম থাকলেই এই সমস্যা বেশি হয়৷ কিন্তু, কী খেলে কমবে সমস্যা?
বহু কারণেই এই সমস্যা বারবার ফিরে আসতে পারে৷ তাই ভুল করেও এই লক্ষণ অবহেলা করবেন না৷ তবে চিকিৎসকেরা বলছেন, মূলত শরীরে ভিটামিন B12 কম থাকলেই এই সমস্যা বেশি হয়৷ কিন্তু, কী খেলে কমবে সমস্যা?
advertisement
9/9
এই সমস্যার পরিবেশগত উপশমের উপায় হতে পারে পোস্ত৷ পোস্ত ক্যালশিয়ামের অন্যতম প্রাকৃতিক উৎস৷ এছাড়া, তিলও যথেষ্ট উপকারী এক্ষেত্রে৷ দুধও খেতে পারেন নিয়মিত, যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে৷
এই সমস্যার পরিবেশগত উপশমের উপায় হতে পারে পোস্ত৷ পোস্ত ক্যালশিয়ামের অন্যতম প্রাকৃতিক উৎস৷ এছাড়া, তিলও যথেষ্ট উপকারী এক্ষেত্রে৷ দুধও খেতে পারেন নিয়মিত, যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে৷
advertisement
advertisement
advertisement