Health Story: ডালের সঙ্গে ডালের ফেনাও খাচ্ছেন? জানেন, এতে শরীরে কী হচ্ছে...জানাচ্ছেন ক্যানসার চিকিৎসক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ভারতীয় হেঁশেলে ডালের কদরই আলাদা! ভাত-ডাল হোক কী ডাল-রুটি... ডাল ছাড়া খাবার প্লেট অকেজো! কিন্তু অনেকেরই ডাল খেলে পেট ফাঁপা, বদহজম বা গ্যাস-অম্বলের সমস্যা দেখা দেয়। অনেকেই ভাবেন, এর জন্য হয়তো দায়ী ডালের ফেনা। ডাল রান্নার সময়ে এই যে সাদা ফেনা পাত্রের উপর উঠে আসে সেটা আদতে কী? ডাল কি আদৌ প্রেশার কুকারে সেদ্ধ করা উচিৎ?
ভারতীয় হেঁশেলে ডালের কদরই আলাদা! ভাত-ডাল হোক কী ডাল-রুটি... ডাল ছাড়া খাবার প্লেট অকেজো! কিন্তু অনেকেরই ডাল খেলে পেট ফাঁপা, বদহজম বা গ্যাস-অম্বলের সমস্যা দেখা দেয়। অনেকেই ভাবেন, এর জন্য হয়তো দায়ী ডালের ফেনা। ডাল রান্নার সময়ে এই যে সাদা ফেনা পাত্রের উপর উঠে আসে সেটা আদতে কী? ডাল কি আদৌ প্রেশার কুকারে সেদ্ধ করা উচিৎ?
advertisement
advertisement
advertisement
advertisement
তবে স্যাপোনিন বেশি মাত্রায় খেলে ডাল তেতো লাগতে পারে। পাশাপাশি, অন্ত্রের আস্তরণের ক্ষতি হতে পারে। তবে, ইরিটেবল বাওল সিনড্রোমের রোগীদের ক্ষেত্রে এই ফেনা ক্ষতিকারক। পেটে অস্বস্তি হতে পারে। চিকিৎসক জানান, ''ডালের ফেনার কারণে পেটফাঁপার সমস্যা হয় না। ডালের মধ্যে FODMAP নামে কিছু জটিল শর্করা থাকে, যেগুলি ঠিকমতো হজম হয় না । ফলে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা দেখা দেয়।''
advertisement
চিকিৎসক জানান, ডালে থাকা FODMAP ভেঙে দেওয়ার আদর্শ উপায় হল ডাল প্রেশার কুকারে রান্না করা।প্রেশার কুকারের উচ্চ তাপমাত্রা FODMAP ভেঙে যেতে পারে। স্যাপোনিনও ভেঙে যায় প্রেশার কুকারে। তাই গ্যাস ও পেটফাঁপার সমস্যা থেকে বাঁচার জন্য ডালের ফেনা ফেলে দিতে হবে না, বরং প্রেশার কুকারে রান্না করুন। আর ডাল রান্না করার আগে ভাল করে জলে ভিজিয়ে রেখে সেই জল ফেলে দিন। এতে হজমের সমস্যাও মিটবে।








