পিরিয়ডস-এর সময় যৌন মিলনের ইচ্ছে বেড়ে যায় ? এটা কি স্বাভাবিক ? কী বলছেন চিকিৎসকেরা ?

Last Updated:
1/4
পিরিয়ডস-এর সময় অনেক মহিলার যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, আবার অনেক মহিলাদের ক্ষেত্রে ঠিক এর বিপরীত ঘটে। যৌনতার ইচ্ছে তলানীতে ঠেকে! চিকিৎসকেরা জানাচ্ছেন, এস্ট্রাডিওল নামের একটি প্রাইমারি সেক্স হরমোনের কারণে এমনটা হয়ে থাকে।
পিরিয়ডস-এর সময় অনেক মহিলার যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, আবার অনেক মহিলাদের ক্ষেত্রে ঠিক এর বিপরীত ঘটে। যৌনতার ইচ্ছে তলানীতে ঠেকে! চিকিৎসকেরা জানাচ্ছেন, এস্ট্রাডিওল নামের একটি প্রাইমারি সেক্স হরমোনের কারণে এমনটা হয়ে থাকে।
2/4
পিরিয়ডস-এর সময়ে নারী শরীরে ইস্ট্রোজেন-এর মাত্রা কম  ও টেস্টোস্টেরোনের মাত্রা থাকে বেশি। টেস্টোস্টেরোন নারীর যৌনাকাঙ্ক্ষা বা সেক্সুয়াল আর্জের অন্যতম কারণ। এই জন্যই  ইস্ট্রোজেন কমে গেলে ও টেস্টোস্টেরোন বেড়ে গেলে যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি পায়।
পিরিয়ডস-এর সময়ে নারী শরীরে ইস্ট্রোজেন-এর মাত্রা কম ও টেস্টোস্টেরোনের মাত্রা থাকে বেশি। টেস্টোস্টেরোন নারীর যৌনাকাঙ্ক্ষা বা সেক্সুয়াল আর্জের অন্যতম কারণ। এই জন্যই ইস্ট্রোজেন কমে গেলে ও টেস্টোস্টেরোন বেড়ে গেলে যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি পায়।
3/4
পিরিয়ডস চলাকালীন সাধারণত মহিলাদের সেক্স আর্জ বৃদ্ধি পায়। এই সময়ে ভ্যাজাইনা লুব্রিকেটেড থাকে ফলে মিলন সুগম হয় ৷ পাশাপাশি, এই সময়ে সেক্স করলে মেনস্ট্রুয়াল ক্র্যাম্প জনিত ব্যাথাও অনেকটা কমে।
পিরিয়ডস চলাকালীন সাধারণত মহিলাদের সেক্স আর্জ বৃদ্ধি পায়। এই সময়ে ভ্যাজাইনা লুব্রিকেটেড থাকে ফলে মিলন সুগম হয় ৷ পাশাপাশি, এই সময়ে সেক্স করলে মেনস্ট্রুয়াল ক্র্যাম্প জনিত ব্যাথাও অনেকটা কমে।
4/4
 আবার অনেক ক্ষেত্রেই দেখা যায়, পিরিয়ডস-এর সময়ে মহিলাদের যৌনাকাঙ্ক্ষা কমে যায়। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই সময়ে শরীরে প্রোস্টাগ্লান্ডিস নামের হরমোনে এক ধরণের রাসায়নিক পরিবর্তন হয়। এই কারণেই পিরিয়ডস-এর শুরুর দিকে মেয়েদের ইউটেরাস সংকুচিত হতে থাকে, যারফলে অনেকেরই পেটে ব্যথা হয়। আর এই ব্যথার কারণেই অনেক মহিলা সেক্স-এর ইচ্ছে হারিয়ে ফেলেন ।
আবার অনেক ক্ষেত্রেই দেখা যায়, পিরিয়ডস-এর সময়ে মহিলাদের যৌনাকাঙ্ক্ষা কমে যায়। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই সময়ে শরীরে প্রোস্টাগ্লান্ডিস নামের হরমোনে এক ধরণের রাসায়নিক পরিবর্তন হয়। এই কারণেই পিরিয়ডস-এর শুরুর দিকে মেয়েদের ইউটেরাস সংকুচিত হতে থাকে, যারফলে অনেকেরই পেটে ব্যথা হয়। আর এই ব্যথার কারণেই অনেক মহিলা সেক্স-এর ইচ্ছে হারিয়ে ফেলেন ।