করোনা ভাইরাস ঠেকাতে বাড়িতে থাকতে হবে৷ এটাই একমাত্র পন্থা৷ কিন্তু তা সত্ত্বেও জরুরি কাজে বা কিছু কিনতে মাঝেমাঝে বেরতেই হচ্ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবারই বলছে, বেরলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন৷ কিন্তু মাস্ক কই? ভারতে মাস্কের হাহাকার৷ বাজার তৌ দূর, ই-কমার্স সাইটগুলিতেও মাস্ক নেই৷ তা হলে উপায়?
বাড়িতে কী ভাবে বানাবেন ভালো মাস্ক? চিকিত্সক শাওন নাসেরি জানাচ্ছেন, বাড়িতে মাস্ক বানালে, আউটার লেয়ার সিল্কি, মিডল লেয়ার একটু মোটা রাখতে হবে৷ নাইলন বা তুলো দিয়ে টাইট করে বুনে ফেলুন৷ তারপর খানিকটা তুলো ভিতরে ভরে দিতে পারেন৷ প্রথমে একটু বড় সাইজে সুতির কাপড় দুটো নিন, মুখ ও নাক ঢাকার মতো৷ একটু শক্ত হয় যেন৷