Lifestyle: মদ্যপান করলে কমে যায় শুক্রাণু? এই খাবারগুলোতেও কিন্তু লুকিয়ে আছে বিষ!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কেক, কুকিজ, পাইয়ের মতো বেকড ফুড, মাইক্রোওয়েভ পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রায়েড চিকেন বা অন্যান্য ফ্রায়েড খাবার, মার্জারিন, এই সবের মধ্যেই ট্রান্স ফ্যাট থাকে৷
সুস্থ ও সক্ষম শরীরের জন্য আমাদের প্রতিদিনের খাবার, খাদ্যাভ্যাস বা জীবনযাপন পদ্ধতি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত৷ কী খাচ্ছেন, কতটা পরিমাণ খাচ্ছেন, তার উপরে আপনার সুস্থতার গোটাটাই নির্ভর করে৷ ছেলেদের শারীরিক গঠন, পেশি ও হাড়ের দৃঢ়তা, সুস্থতা, অনুভূতির প্রকাশের মতো বিষয়গুলি কিন্তু, মূলত নির্ভর করে টেস্টোস্টেরন নামের এক হরমোনের উপরে৷ এই হরমোনই সুস্থ শুক্রাণুর বিকাশ ঘটায়৷
advertisement
কিন্তু, এই হরমোনের মাত্রায় কোনও রকমের গোলোযোগ দেখা দিলে সেখান থেকে জন্ম নেয় গুরুতর সমস্যার৷ অনিয়মিত জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর ডায়েট এখন আমাদের নিত্যসঙ্গী৷ তার উপরে কর্মজীবনের অসম্ভব স্ট্রেস৷ এই মুহূর্তে সুস্থ থাকাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ৷ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভুল ডায়েটের কারণেই আমাদের শরীরে একাধিক রোগ বাসা বাঁধে৷ অনিয়মিত জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাবার দাবার পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি ঘটাতে পারে৷ ফলে সময়ের আগেই কমে যেতে পারে শুক্রাণুর সংখ্যা৷ কী কী খেলে প্রভাব পড়ে টেস্টোস্টেরনে, আসুন জেনে নিই৷
advertisement
advertisement
এছাড়া, কুকিজ, কেক,মাখন ইত্যাদির মতো স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার টেস্টোস্টেরনের মাত্রায় প্রভাব ফেলে৷ এছাড়া, ট্রান্স ফ্যাট, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারও এক্ষেত্রে বর্জনীয়৷ বাণিজ্যিক ভাবে পাওয়া কেক, কুকিজ, পাইয়ের মতো বেকড ফুড, মাইক্রোওয়েভ পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রায়েড চিকেন বা অন্যান্য ফ্রায়েড খাবার, মার্জারিন, এই সবের মধ্যেই ট্রান্স ফ্যাট থাকে৷
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞেরা বলছেন, অল্প মদ্যপানে বিশেষ ক্ষতিবৃদ্ধি নেই৷ কিন্তু, যাঁরা দীর্ঘদিন ধরে নিয়মিত মদ্যপান করেন, Current Drug Abuse Review অনুযায়ী, তাঁদের শরীরে স্বাভাবিকের তুলনায় অনেক কম টেস্টোস্টেরন থাকে৷ ফলে তাঁদের শুক্রাণুর সংখ্যাও কম হয়৷ ২০০৪ সালে করা একটি গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন ৩০-৪০ গ্রাম মদ্যপান তিন সপ্তাহে টেস্টোস্টেরনের মাত্রা ৬.৮ শতাংশ কমিয়ে দেয়৷ অতিরিক্ত সোডা, কোল্ড ড্রিঙ্কস খাওয়াও পুরুষদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর৷
advertisement
advertisement
এছাড়া, অতিরিক্ত মিষ্টি, কিছু ধরনের ভেজিটেবিল ওয়েল (canola, soybean, corn, cottonseed, peanut) ও টেস্টোস্টেরনের উপরে প্রভাব ফেলে৷ ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ব্লাডসুগারের কারণেও শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে৷ The American Heart Association পুরুষদের দিনে ৯ চামচের বেশি চিনি না খাওয়ারই পরামর্শ দিয়েছে৷
advertisement