Blood Sugar Control: সকালে উঠে ঠিক এই ভাবে খান বেল পাতা, ডায়াবেটিস পালাতে পথ পাবে না, নর্মাল থাকবে BP

Last Updated:
তবে শুধু ফলই নয়৷ বেল গাছের পাতাও আর্য়ুবেদ গুণসম্পন্ন৷ এই গাছের পাতা ও ফল খেলে বাত, পিত্ত ও কফ এই তিনটি দোষ থেকে মুক্তি পাওয়া যায়৷
1/6
ধর্মীয় দিক থেকে বেল পাতা যে কতখানি গুরুত্বপূর্ণ, সে কথা সকলেরই জানা৷ যে কোনও পুজা-পার্বণে, বিশেষ করে মহাদেব শিবের পুজায় বেল পাতা নিবেদন করা হয়৷ কিন্তু, আমাদের অনেকেরই যেটা জানা নেই তা হল, বেল পাতার একাধিক ওষধি গুণও রয়েছে৷
ধর্মীয় দিক থেকে বেল পাতা যে কতখানি গুরুত্বপূর্ণ, সে কথা সকলেরই জানা৷ যে কোনও পুজা-পার্বণে, বিশেষ করে মহাদেব শিবের পুজায় বেল পাতা নিবেদন করা হয়৷ কিন্তু, আমাদের অনেকেরই যেটা জানা নেই তা হল, বেল পাতার একাধিক ওষধি গুণও রয়েছে৷
advertisement
2/6
আয়ুর্বেদ শাস্ত্রে বেলপাতার একাধিক উপকারিতার কথা উল্লেখ রয়েছে৷ বেল গাছের ফল একাধিক ভিটামিন ও প্রচুর খনিজ দ্রব্যের সম্ভার৷ বেলে থাকে ভিটামিন A, C, ক্যালশিয়াম, পটাশিয়াম, রাইবোফ্লাভিন, ফাইবার এবং B6, B12 এবং B1। এগুলি শরীরের জন্য ভীষণ ভাবে উপকারী৷
আয়ুর্বেদ শাস্ত্রে বেলপাতার একাধিক উপকারিতার কথা উল্লেখ রয়েছে৷ বেল গাছের ফল একাধিক ভিটামিন ও প্রচুর খনিজ দ্রব্যের সম্ভার৷ বেলে থাকে ভিটামিন A, C, ক্যালশিয়াম, পটাশিয়াম, রাইবোফ্লাভিন, ফাইবার এবং B6, B12 এবং B1। এগুলি শরীরের জন্য ভীষণ ভাবে উপকারী৷
advertisement
3/6
তবে শুধু ফলই নয়৷ বেল গাছের পাতাও আর্য়ুবেদ গুণসম্পন্ন৷ এই গাছের পাতা ও ফল খেলে বাত, পিত্ত ও কফ এই তিনটি দোষ থেকে মুক্তি পাওয়া যায়৷
তবে শুধু ফলই নয়৷ বেল গাছের পাতাও আর্য়ুবেদ গুণসম্পন্ন৷ এই গাছের পাতা ও ফল খেলে বাত, পিত্ত ও কফ এই তিনটি দোষ থেকে মুক্তি পাওয়া যায়৷
advertisement
4/6
এ ছাড়া প্রতিদিন বেলপাতার সেবন উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আগে কাঁচা বেলের সঙ্গে হলুদ এবং ঘি মিশিয়ে ভাঙা হাড়ের উপরেও লাগানো হতো।
এ ছাড়া প্রতিদিন বেলপাতার সেবন উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আগে কাঁচা বেলের সঙ্গে হলুদ এবং ঘি মিশিয়ে ভাঙা হাড়ের উপরেও লাগানো হতো।
advertisement
5/6
কিন্তু, ঠিক কী ভাবে ব্যবহার করতে হবে এই বেল পাতা? আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ দীপ্তি নামদেব জানাচ্ছেন, প্রতিদিন এই পাতা জলে সিদ্ধ করে সেই জল পান করলে ডায়াবেটিসের মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকে৷ নিয়ন্ত্রিত থাকে রক্তচাপও৷
কিন্তু, ঠিক কী ভাবে ব্যবহার করতে হবে এই বেল পাতা? আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ দীপ্তি নামদেব জানাচ্ছেন, প্রতিদিন এই পাতা জলে সিদ্ধ করে সেই জল পান করলে ডায়াবেটিসের মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকে৷ নিয়ন্ত্রিত থাকে রক্তচাপও৷
advertisement
6/6
বেলের শরবত পেট গরমের সমস্যাতেও দারুণ উপকারী৷ এতে শরীর ঠান্ডা থাকে৷ বেলপাতায় প্রচুর পরিমাণ ফাইবার থাকে৷ বেল পাতা নিয়মিত চিবিয়ে খেলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, পাইলসের মতো সমস্যাও দূর হয়৷
বেলের শরবত পেট গরমের সমস্যাতেও দারুণ উপকারী৷ এতে শরীর ঠান্ডা থাকে৷ বেলপাতায় প্রচুর পরিমাণ ফাইবার থাকে৷ বেল পাতা নিয়মিত চিবিয়ে খেলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, পাইলসের মতো সমস্যাও দূর হয়৷
advertisement
advertisement
advertisement