Health care: মাঝরাতে গলা শুকোচ্ছে বার বার! শরীরে গোপনে মারণ রোগ বাসা বাঁধছে না তো
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Health care: যতই জল খেয়ে ঘুমোন, মাঝ রাতে বার বার গলা শুকিয়ে কাঠ হচ্ছে। রোজই যদি এমন হতে থাকে, তা হলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন।
যতই জল খেয়ে ঘুমোন, মাঝ রাতে বার বার গলা শুকিয়ে কাঠ হচ্ছে। বার বার উঠে জল খেতে গিয়ে তাই ঘুমটাই হচ্ছে না।গলা শুকিয়ে যাওয়া বিভিন্ন বড় রোগের প্রাথমিক একটি লক্ষণ হতে পারে। রোজই যদি এমন হতে থাকে, তা হলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন। ঠিক কোন কোন অসুখের উপসর্গ হতে পারে এই সমস্যা দেখে নিন।
advertisement
রাতে গলা শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হল অবসাদ। যাঁরা অবসাদে ভোগেন তাঁদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। শুরুতেই চিকিৎসকের কাছে যান।
advertisement
সেপসিস-এর মতো ভয়ানক মারণ রোগেরও উপসর্গ এটি। বিভিন্ন ধরনের জীবাণু থেকে শরীরে ইনফেকশন হলে এই উপসর্দ দেখা যায়। তাই ফেলে রাখবেন না।
advertisement
গলা শুকিয়ে যাওয়া ডায়াবেটিসের একটি অন্যতম উপসর্গ। অতিরিক্ত পরিমাণে মূত্রের জেরে শরীরে জলের পরিমাণ কমতে থাকে। ফলে গলা শুকোয় তাড়াতাড়ি।
advertisement
ডিহাইড্রেশন এর অন্যতম উপসর্গ কলা শুকিয়ে যাওয়া। শরীরে যখন জলের মাত্রা কমে যায় তখনই গলা শুকোতে থাকে। শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশন মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। বেশি ঘাম হওয়া, পেট খারাপ ইত্যাদির জেরে ডিহাইড্রেশন হতে পারে।
advertisement
প্রেশার যাদের হাই তাদের অতিরিক্ত ঘাম হওয়ায় শরীরে জলের মাত্রা ঠিক থাকে না। তাই যথেষ্ট জল না খেলে এই সমস্যা বড় আকার নিতে পারে।
advertisement
advertisement