

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ গোটা দেশে এই মুহূর্তে সংখ্যা বেড়ে ৪৬৮ ৷ করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯৷ অন্যদিকে বিশ্বে করোনায় মৃত ১৬ হাজারের বেশি আর আক্রান্ত প্রায় ৪ লক্ষ বেশি।


এই ভাইরাস নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নানান গবেষণা চলছে। আর প্রায় দিন উথে আসছে কিন্তু নতুন তথ্য। এবার জানা গিয়েছে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ার ঝুঁকি বেশি রয়েছে ধূমপায়ীদের। তাই হু বলছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে ধূমপান করা উচিত নয়।


ধূমপানের ফলে ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে তাঁদের SARS CoV-2 সংক্রমণের সম্ভাবনা বেশি। এই মারণ রগের উপসর্গগুলির মধ্যে শ্বাসের সমস্যায় একটি। তাই দুর্বল ফুসফুসের সংক্রমণ একটুতেই মারাত্মক হয়ে ওঠে।


অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস’স কিরবি ইনস্টিটিউটের বায়োসিকিউরিটি বিভাগের গবেষক জানিয়েছেন যে, যাদের ফুসফুসজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এই ভাইরাস খুবই নির্দয়।