Health Care: পিরিয়ডসের ঠিক কত দিন পর সহবাসে লিপ্ত হলে গর্ভধারণ সম্ভব? জানুন বিশদে

Last Updated:
Health Care: এই সঠিক নিয়ম মানলে গর্ভধারণ কোনও সমস্যাই নয় ! বয়সটাও বাধা নয়! সহজেই হতে পারবেন মা!
1/5
সন্তানের জন্মের জন্য অনেকে অনেক রকম চেষ্টা করেন। কিন্তু সঠিক নিয়ম মানলে খুব সহজেই গর্ভধারণ সম্ভব। মহিলাদের শরীর থেকে ডিম্বানু নির্গত হয় সঠিক একটি সময়েই। সেই সময়ে যদি ডিম্বানু ও শুক্রানুর মিলন ঘটে তবে অনায়াসেই গর্ভধারণ সম্ভব। কিন্তু এর জন্য জানতে হবে সঠিক দিন। photo source collected
সন্তানের জন্মের জন্য অনেকে অনেক রকম চেষ্টা করেন। কিন্তু সঠিক নিয়ম মানলে খুব সহজেই গর্ভধারণ সম্ভব। মহিলাদের শরীর থেকে ডিম্বানু নির্গত হয় সঠিক একটি সময়েই। সেই সময়ে যদি ডিম্বানু ও শুক্রানুর মিলন ঘটে তবে অনায়াসেই গর্ভধারণ সম্ভব। কিন্তু এর জন্য জানতে হবে সঠিক দিন। photo source collected
advertisement
2/5
গর্ভধারণের জন্য সব থেকে বেশি নজরে রাখতে হবে মহিলাদের পিরিয়ডসকে। পিরিয়ডসের তারিখের উপর নির্ভর করেই গর্ভধরাণ সম্ভব। photo source collected
গর্ভধারণের জন্য সব থেকে বেশি নজরে রাখতে হবে মহিলাদের পিরিয়ডসকে। পিরিয়ডসের তারিখের উপর নির্ভর করেই গর্ভধরাণ সম্ভব। photo source collected
advertisement
3/5
তবে সব মহিলাদের পিরিয়ডসের সাইকেল সমান নয়। কারও ২৪ দিনের এবং কারও ক্ষেত্রে ২৮ দিনের হয়। এই দিন হিসেবেই বলে দেওয়া সম্ভব কবে মহিলার শরীরে ডিম্বানু নির্গত হয়। photo source collected
তবে সব মহিলাদের পিরিয়ডসের সাইকেল সমান নয়। কারও ২৪ দিনের এবং কারও ক্ষেত্রে ২৮ দিনের হয়। এই দিন হিসেবেই বলে দেওয়া সম্ভব কবে মহিলার শরীরে ডিম্বানু নির্গত হয়। photo source collected
advertisement
4/5
যেসব মহিলাদের ২৪ দিনের সাইকেলে পিরিয়ডস হয় তাঁদের ক্ষেত্রে ৭ থেকে দশ দিন সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেদিন পিরিয়ডস হবে সেই দিনটাকে প্রথমদিন হিসেবে কাউন্ট করুন। এর পর ঠিক সাত থেকে দশ দিন পর্যন্ত নিয়মিত সহবাসে লিপ্ত হন। এই সময়েই ডিম্বানু ও শুক্রানুর মিলন ঘটা সম্ভব। photo source collected
যেসব মহিলাদের ২৪ দিনের সাইকেলে পিরিয়ডস হয় তাঁদের ক্ষেত্রে ৭ থেকে দশ দিন সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেদিন পিরিয়ডস হবে সেই দিনটাকে প্রথমদিন হিসেবে কাউন্ট করুন। এর পর ঠিক সাত থেকে দশ দিন পর্যন্ত নিয়মিত সহবাসে লিপ্ত হন। এই সময়েই ডিম্বানু ও শুক্রানুর মিলন ঘটা সম্ভব। photo source collected
advertisement
5/5
আর সে সব মহিলাদের পিরিয়ডসের সাইকেল ২৮ দিনে। তাঁদের ক্ষেত্রে এই সময় সীমা ৯ থেকে ১৫ দিনে। অর্থাৎ পিরিয়ডস শুরু হওয়ার দিনকে প্রথমদিন হিসেবে ধরে নিয়ে ঠিক ৯ দিনের মাথায় সহবাসে লিপ্ত হতে হবে। এবং ১৫ দিন পর্যন্ত এই প্রক্রিয়া চালাতে হবে। এই নিয়ম মানলেই সহজেই গর্ভধারণ সম্ভব। যদি তার পরেও না হয়, তবে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। কারণ অনেক সময় পুরুষদের স্পার্ম কাউন্ট কম থাকে। সে ক্ষেত্রে কাউন্ট বাড়ানোর উপায় আছে। photo source collected
আর সে সব মহিলাদের পিরিয়ডসের সাইকেল ২৮ দিনে। তাঁদের ক্ষেত্রে এই সময় সীমা ৯ থেকে ১৫ দিনে। অর্থাৎ পিরিয়ডস শুরু হওয়ার দিনকে প্রথমদিন হিসেবে ধরে নিয়ে ঠিক ৯ দিনের মাথায় সহবাসে লিপ্ত হতে হবে। এবং ১৫ দিন পর্যন্ত এই প্রক্রিয়া চালাতে হবে। এই নিয়ম মানলেই সহজেই গর্ভধারণ সম্ভব। যদি তার পরেও না হয়, তবে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। কারণ অনেক সময় পুরুষদের স্পার্ম কাউন্ট কম থাকে। সে ক্ষেত্রে কাউন্ট বাড়ানোর উপায় আছে। photo source collected
advertisement
advertisement
advertisement