Health Care | Colon Cancer : বার বার মলত্যাগের ইচ্ছে? তলপেটে ব্যথা? এই মারণরোগের শিকার নন তো! চিনুন উপসর্গ

Last Updated:
Health Care | Colon Cancer : ভাল করে বুঝে নিন এই সব উপসর্গ আপনার আছে কিনা! যদি থাকে তবে এখুনি ডাক্তারের পরামর্শ নিন!
1/5
খাওয়াদাওয়ায় অনিয়ম, শারীরিক কসরত না করা, বাড়তি ওজন, ঘরে বানানো  খাবারের পরিবর্তে প্রক্রিয়াজাত খাবারদাবার খাওয়া ও অতিরিক্ত মানসিক চাপ— এ সব কারণে অল্প বয়স থেকেই কোলন ক্যানসার হানা দিচ্ছে মানুষের শরীরে। photo source collected
খাওয়াদাওয়ায় অনিয়ম, শারীরিক কসরত না করা, বাড়তি ওজন, ঘরে বানানো খাবারের পরিবর্তে প্রক্রিয়াজাত খাবারদাবার খাওয়া ও অতিরিক্ত মানসিক চাপ— এ সব কারণে অল্প বয়স থেকেই কোলন ক্যানসার হানা দিচ্ছে মানুষের শরীরে। photo source collected
advertisement
2/5
কী করে বুঝবেন আপনার কোলন ক্যানসার হয়েছে কিনা! তার জন্য জানতে হবে কয়েকটি সহজ উপসর্গ, যা আপনার শরীরে আছে কিনা! যদি এর একটিও আপনি বুঝতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন!  photo source collected
কী করে বুঝবেন আপনার কোলন ক্যানসার হয়েছে কিনা! তার জন্য জানতে হবে কয়েকটি সহজ উপসর্গ, যা আপনার শরীরে আছে কিনা! যদি এর একটিও আপনি বুঝতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন! photo source collected
advertisement
3/5
তলপেটে দীর্ঘ দিন ধরে ব্যথা এই রোগের উপসর্গ হতে পারে। কোলন ক্যানসারে আক্রান্ত হলে অন্ত্র থেকে রক্তপাত হয়, তাই রক্তাল্পতা তৈরি হওয়ার প্রবল আশঙ্কা থাকে। তা থেকে তৈরি হতে পারে ক্লান্তি। এমন হলেই ডাক্তার দেখান।  photo source collected
তলপেটে দীর্ঘ দিন ধরে ব্যথা এই রোগের উপসর্গ হতে পারে। কোলন ক্যানসারে আক্রান্ত হলে অন্ত্র থেকে রক্তপাত হয়, তাই রক্তাল্পতা তৈরি হওয়ার প্রবল আশঙ্কা থাকে। তা থেকে তৈরি হতে পারে ক্লান্তি। এমন হলেই ডাক্তার দেখান। photo source collected
advertisement
4/5
দিনে কত বার মলত্যাগের প্রয়োজন অনুভূত হয়, আচমকা তার তারতম্য ঘটলে সেটি কোলন ক্যানসারের অন্যতম লক্ষণ হতে পারে। এছাড়া মলের রং পরিবর্তন হলে, পেটে গ্যাসের সমস্যা কিছুতেই না কমলে সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যান।  photo source collected
দিনে কত বার মলত্যাগের প্রয়োজন অনুভূত হয়, আচমকা তার তারতম্য ঘটলে সেটি কোলন ক্যানসারের অন্যতম লক্ষণ হতে পারে। এছাড়া মলের রং পরিবর্তন হলে, পেটে গ্যাসের সমস্যা কিছুতেই না কমলে সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যান। photo source collected
advertisement
5/5
 এছাড়াও সারাক্ষণ বমি বমি ভাব, গা গুলিয়ে ওঠা, ওজন কমে যাওয়াও কোলন ক্যানসারের উপসর্গ হতে পারে। তাই এই উপসর্গ থাকলে আগে ডাক্তার দেখান! photo source collected
এছাড়াও সারাক্ষণ বমি বমি ভাব, গা গুলিয়ে ওঠা, ওজন কমে যাওয়াও কোলন ক্যানসারের উপসর্গ হতে পারে। তাই এই উপসর্গ থাকলে আগে ডাক্তার দেখান! photo source collected
advertisement
advertisement
advertisement