ICMR-এর রিপোর্ট আরও জানাচ্ছে, দেশের মোট ক্যান্সার আক্রান্তের মধ্যে তামাক সেবনজনীত ক্যান্সার আক্রান্ত ২৭.১ শতাংশ৷ সবচেয়ে বেশি উত্তর-পূর্ব ভারতে৷ তারপরেই রয়েছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক ও স্তন ক্যান্সার৷ পুরুষদের মধ্যে ফুসফুস, মুখ গহ্বর, স্টম্যাক ক্যান্সার কমন৷ মহিলাদের মধ্যে স্তন, ইউটেরাসে ক্যান্সার বেশি৷
ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম রিপোর্ট ২০২০ বলছে, পুরুষদের মধ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ২০২০ সালে ৬ লক্ষ ৭৯ হাজার ৪২১৷ ২০২৫ সালে তা বেড়ে হতে পারে ৭ লক্ষ ৬৩ হাজার ৫৭৫৷ মহিলাদের মধ্যে বর্তমানে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ১২ হাজার ৭৫৮৷ ২০২৫ সালে তা হতে পারে ৮ লক্ষ ৬ হাজার ২১৮৷