South 24 Parganas News: গঙ্গাসাগর মেলার আগে আরও কড়াকড়ি, জলপথে জোরদার বাড়ানো হল নিরাপত্তা
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
South 24 Parganas News: সামনেই গঙ্গাসাগর মেলা, অপরদিকে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি যার জেরে নিরাপত্তা বাড়ছে সুন্দরবনের জলপথে। বিশেষ করে নামখানা ব্লকের হাতানিয়া-দোয়ানিয়া নদীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সামনেই গঙ্গাসাগর মেলা, অপরদিকে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি যার জেরে নিরাপত্তা বাড়ছে সুন্দরবনের জলপথে। বিশেষ করে নামখানা ব্লকের হাতানিয়া-দোয়ানিয়া নদীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এই নদীপথটি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলপথ হওয়ায় এখানে নিয়মিত বাংলাদেশি বার্জ চলাচল করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ তৎপরতা শুরু হয়েছে।
আরও পড়ুন-২০২৬-এ ভয়ঙ্কর ‘তুলকালাম’…! এই ৩ রাশিতে লোহার পায়ে হাঁটবেন শনিদেব, সোনায় মুড়বে কাদের কপাল? জানুন আপনার ভাগ্যে কী?
সুন্দরবনের পুলিশ জলপথে টহল চালিয়ে বিভিন্ন মৎস্যজীবী ট্রলার ও বাংলাদেশি বার্জের কর্মীদের সঙ্গে কথা বলে। নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটে নাকা চেকিং চলছে। সন্দেহজনক যেকোনও গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। ট্রলার ও বার্জে থাকা নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন-ভোর ৩-৪ টের সময় রোজ ঘুম ভাঙছে? শরীর খারাপ না অন্য কিছু! প্রকৃতি কি কোনও ইঙ্গিত দিচ্ছে? জেনে নিন জ্যোতিষীর থেকে
সুন্দরবন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, বর্তমান পরিস্থিতির কারণে সুন্দরবন জুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। নদীপথে নিয়মিত নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। সীমান্তবর্তী এই অঞ্চলে নিরাপত্তা বজায় রাখাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য বেশিরভাগ পূণ্যার্থীরা দুটি পথ ব্যবহার করেন। একটি কাকদ্বীপের হারউড পয়েন্ট অপরটি নামখানা পয়েন্ট। এই নামখানা পয়েন্টের নিরাপত্তা সুনিশ্চিত করতে নদীপথে বাড়ানো হয়েছে নজরদারি।
advertisement
গঙ্গাসাগর যাওয়ার জন্য শিয়ালদহ থেকে সরাসরি ট্রেনে চেপে পুণ্যার্থীরা নামখানা স্টেশনে নামে। পাশাপাশি সরাসরি বাস এবং ছোট গাড়ি নিয়েও হাজার হাজার পুণ্যার্থী নামখানার জেটিঘাটগুলিতে চলে আসেন। তারপর হাতানিয়া-দোয়ানিয়া নদীতে লঞ্চে চেপে মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে বেণুবন এবং চেমাগুড়ি হয়ে সাগরমেলায় পৌঁছান।এই হাতানিয়া-দোয়ানিয়া নদীপথ আন্তর্জাতিক জলপথ। এই পথে প্রতিদিন অসংখ্য বাংলাদেশি বার্জ চলাচল করে। ফলে বাংলাদেশের অশান্তির প্রেক্ষিতে এই নদীপথের গুরুত্ব বেড়েছে। সে জন্য এবার নামখানা পয়েন্টে নিরাপত্তা পরিকাঠামো কয়েকগুণ বাড়ানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 24, 2025 2:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গঙ্গাসাগর মেলার আগে আরও কড়াকড়ি, জলপথে জোরদার বাড়ানো হল নিরাপত্তা








