শৈশব থেকেই শিশুদের বলে দেওয়া হয় আইসক্রিম স্বাস্থ্য়ের পক্ষে খুবই ক্ষতিকারক। আইসক্রিম খেলে দাঁতে ক্যাভিটি, গল ব্যথা, টনসিলের সমস্যায় ভুগতে হয়। আবার কোনও ক্ষেত্রে আইসক্রিম খেয়ে পেট গরমও হতে পারে। কিন্তু সবটাই কি খারাপ! গরম হোক বা শীত যে সুস্বাদু খাবারে ডুব দিলে অতল শান্তির দুনিয়ায় পৌঁছে যাওয়া যায় তার কি কোনও গুণ নেই। দেখে নেওয়া যাক এর কোনও গুণ আছে কি না।