জ্বর, সর্দি হলেই ভয় পাবেন না ! সেরে উঠুন ঘরোয়া টোটকায় !

Last Updated:
আঁদার রস মধুতে মিশিয়ে খান কাশি দূরে যাবে।
1/5
চারিদিকে করোনা আতঙ্ক। জ্বর হলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। করোনা ভয় সর্বক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে সিজন চেঞ্জের সময় একটু আদটু জ্বর সর্দি কিন্তু হয়েই থাকে ! এই জ্বর বা সর্দি থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু টোটকা রয়েছে। photo source collected
চারিদিকে করোনা আতঙ্ক। জ্বর হলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। করোনা ভয় সর্বক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে সিজন চেঞ্জের সময় একটু আদটু জ্বর সর্দি কিন্তু হয়েই থাকে ! এই জ্বর বা সর্দি থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু টোটকা রয়েছে। photo source collected
advertisement
2/5
সর্দি হলে কালোজিরে একটি কাপড়ের মধ্যে নিন। তারপর ভাল করে কাপড়ে গিট বাঁধুন। হাতে ঘষে বার বার নাক দিয়ে গন্ধ নিন। সর্দি কমবে। photo source collected
সর্দি হলে কালোজিরে একটি কাপড়ের মধ্যে নিন। তারপর ভাল করে কাপড়ে গিট বাঁধুন। হাতে ঘষে বার বার নাক দিয়ে গন্ধ নিন। সর্দি কমবে। photo source collected
advertisement
3/5
গলা ব্যাথা থাকলে গরম জলে নুন দিয়ে গারগেল করুন দিনে তিন থেকে চার বার। ব্যথা কমবে। photo source collected
গলা ব্যাথা থাকলে গরম জলে নুন দিয়ে গারগেল করুন দিনে তিন থেকে চার বার। ব্যথা কমবে। photo source collected
advertisement
4/5
আঁদার রস মধুতে মিশিয়ে খান কাশি দূরে যাবে। photo source collected
আঁদার রস মধুতে মিশিয়ে খান কাশি দূরে যাবে। photo source collected
advertisement
5/5
হালকা জ্বরে ডাক্তারকে ফোন করে জ্বরের ওষুধ খান। গরম জলে ভাল করে স্নান করুন। মাথা ধুয়ে নিন। photo source collected
হালকা জ্বরে ডাক্তারকে ফোন করে জ্বরের ওষুধ খান। গরম জলে ভাল করে স্নান করুন। মাথা ধুয়ে নিন। photo source collected
advertisement
advertisement
advertisement