একই দিনে একাধিকবার সঙ্গমে লিপ্ত হতে অনেকেই পছন্দ করেন৷ এমন অনেক মানুষ আছেন, যাঁদের লিবিডো বেশি৷ তবে ঘন ঘন যৌনমিলনের অপকারিতাও কিন্তু আছে৷ বলা হয়, বারবার যৌনমিলন মহিলাদের ইউটিআইয়ের সমস্যা বাড়ায়৷ ঘনঘন যৌনমিলনের ফলে মহিলাদের শরীরে ই কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে৷ তবে ঘনঘন সঙ্গমের উপকারিতা কিন্তু অনেক বেশি৷ যৌনমিলন রাগ, উদ্বেগের মতো মানসিক চাপ কমায়৷ নিয়মিত যৌন সম্পর্ক ত্বককে উজ্জল করে৷ সব থেকে বড় কথা যৌনমিলনের পরে মন ভাল থাকে৷ সঙ্গীর সঙ্গে সম্পর্ক অনেক বেশি মজবুত হয়৷