হোম » ছবি » লাইফস্টাইল » আর যা-ই দিন, প্রেমিক বা প্রেমিকাকে এই পাঁচটি গিফট ভ্যালেন্টাইন্স ডে-তে দেবেন না

আর যা-ই দিন, প্রেমিক বা প্রেমিকাকে এই পাঁচটি গিফট ভ্যালেন্টাইন্স ডে-তে দেবেন না

  • 15

    আর যা-ই দিন, প্রেমিক বা প্রেমিকাকে এই পাঁচটি গিফট ভ্যালেন্টাইন্স ডে-তে দেবেন না

    প্রেমের সপ্তাহ শুরু হয়েছে। আজ প্রোপোজ ডে। দেখতে দেখতে চলে আসবে ভ্যালেন্টাইন্স ডে। আজ জেনে নেওয়া যাক, কোন পাঁচটি গিফট প্রেমিক বা প্রেমিকাকে না দেওয়াই ভাল। তার মধ্যে প্রথমেই রয়েছে রুমাল। দেখতে যত ভালই হোক, রুমাল উপহার দেওয়া শুভ নয় বলেই ধরা হয়।

    MORE
    GALLERIES

  • 25

    আর যা-ই দিন, প্রেমিক বা প্রেমিকাকে এই পাঁচটি গিফট ভ্যালেন্টাইন্স ডে-তে দেবেন না

    উপহার হিসেবে অনেকেই সুগন্ধী দেওয়া পছন্দ করেন। বডি স্প্রে বা সেন্ট, কোনওটাই অবশ্য নিজের প্রেমিক বা প্রেমিকাকে না দিলেই ভাল। মনে করা হয়, সুগন্ধী উপহার দিলে সম্পর্কে দূরত্ব আসে।

    MORE
    GALLERIES

  • 35

    আর যা-ই দিন, প্রেমিক বা প্রেমিকাকে এই পাঁচটি গিফট ভ্যালেন্টাইন্স ডে-তে দেবেন না

    উপহার হিসেবে পেন একটি দারুণ জিনিস। তবে ভুলেও নিজের প্রেমিক বা প্রেমিকাকে সেটা দেবেন না। বাস্তুশাস্ত্র মতে, পেন উপহার দিলে সম্পর্কের বাঁধন আলগা হতে পারে।

    MORE
    GALLERIES

  • 45

    আর যা-ই দিন, প্রেমিক বা প্রেমিকাকে এই পাঁচটি গিফট ভ্যালেন্টাইন্স ডে-তে দেবেন না

    আপনার পার্টনার কি কালো রঙ খুব পছন্দ করেন? তবুও তাঁকে খুশি করতে গিয়ে কালো কিছু তাঁকে উপহার হিসেবে না দেওয়াই ভাল। তা সে পোশাক হোক বা অন্য কিছু।

    MORE
    GALLERIES

  • 55

    আর যা-ই দিন, প্রেমিক বা প্রেমিকাকে এই পাঁচটি গিফট ভ্যালেন্টাইন্স ডে-তে দেবেন না

    অনেকেই সঙ্গী বা সঙ্গীনীকে জুতো উপহার দেন। তবে জুতো উপহার দেওয়া মোটেও ভাল নয়। (উল্লেখ্য- নিউজ 18 বাংলা কোনওরকম কুসংস্কার প্রশ্রয় দেয় না। প্রচলিত বিষয়গুলিতে বিশ্বাস করা পাঠকের বিবেচনাধীন)।

    MORE
    GALLERIES