স্রেফ ১০০ টাকায় টাক পড়ার মুশকিল আসান, শানু বাবার আয়ুর্বেদিক ওষুধে ২ সপ্তাহে মাথা ভরে যাচ্ছে চুলে !
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Hair loss treatment By Shanu Baba: ভোপালের শানু বাবার নাম এখন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশের বাইরেও। লোকাল 18-এর কাছে তিনি জানান যে, প্রায় ৬-৭ মাস ধরে চুল পড়া এবং টাকের ওষুধ তিনি দিয়ে আসছেন। তিনি বলেন যে, প্রথমে এই ধরনের ওষুধ প্রয়োগ বা মানুষকে সাহায্য করার কোনও ধারণাই তার ছিল না। একদিন, যখন তিনি তাঁর বাবার কাছে বসে ছিলেন, তখন মোবাইলে চুল পড়ার সমস্যায় মাথায় ওষুধ লাগানোর একটি রিল দেখতে পান।
Report- Shubham Singh Basonia: চুল কেন পড়ে যায়, এই প্রশ্ন উঠলে সবার আগে জীবনযাত্রার ধরন এবং দূষণকেই দায়ী করতে হয়। খাদ্যাভ্যাসও এক বড় কারণ তো বটেই! এখন মানুষ খাঁটি খাবার খুব কমই পায়, যা পাচনতন্ত্র থেকে চুল সব কিছুকেই প্রভাবিত করে থাকে। এই কারণে এক সময়ে চুল পড়ার সমস্যা শুধুমাত্র বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন আর সে দিন নেই, তরুণ-তরুণীরাও চুল পড়ার সমস্যায় ভুগছেন। আর এখানেই মুশকিল আসান রূপে হাজির হয়েছেন শানু বাবা।
advertisement
ভোপালের শানু বাবার নাম এখন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশের বাইরেও। লোকাল 18-এর কাছে তিনি জানান যে, প্রায় ৬-৭ মাস ধরে চুল পড়া এবং টাকের ওষুধ তিনি দিয়ে আসছেন। তিনি বলেন যে, প্রথমে এই ধরনের ওষুধ প্রয়োগ বা মানুষকে সাহায্য করার কোনও ধারণাই তার ছিল না। একদিন, যখন তিনি তাঁর বাবার কাছে বসে ছিলেন, তখন মোবাইলে চুল পড়ার সমস্যায় মাথায় ওষুধ লাগানোর একটি রিল দেখতে পান। তাঁর বাবার এই ওষুধ সম্পর্কে জ্ঞান ছিল, এর পর তিনি বাবার সহায়তায় ঔষধি গুল্মে সাহায্যে ওষুধ তৈরি করেন এবং তা বিতরণ শুরু করেন। (Image: Representative/Shutterstock)
advertisement
‘‘আজকাল বাজারে অনেক ধরনের চুল গজানোর ওষুধ এবং তেল পাওয়া যায় যা রাসায়নিক পদার্থে পরিপূর্ণ। বড় কোম্পানিগুলো দাবি করে যে ১ থেকে ২ সপ্তাহের মধ্যে চুল গজাবে। কিন্তু আমরা রাসায়নিক ছাড়াই দেশীয় ভেষজ ব্যবহার করে ওষুধ তৈরি করি। তবে, দু’বার প্রয়োগ করার পরেও যদি কোনও প্রভাব দেখা না যায়, তাহলে আমরা লোকদের এটি ব্যবহার করতে বারণ করে দিই’’, সাফ জানিয়েছেন শানু বাবা। (Representative Image)
advertisement
শানু বাবা আরও বলেন, "এই ওষুধটি ব্যবহার করার সময়ে অনেক ধরনের সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। আমরা তাই সবাইকে পরামর্শ দিই যে তাঁরা যেন আগে থেকেই এই বিষয়ে সতর্ক থাকেন। প্রথমবার লাগানোর পরে মাথায় কিছু প্রতিক্রিয়া অনুভূত হয়। চুলকানি, জ্বালাপোড়া এবং হালকা ফুসকুড়ি হল ওষুধটি কাজ করছে এমন লক্ষণ। ওষুধ প্রয়োগের পর মাথা এমনভাবে ধুতে হবে যাতে মুখ এবং চোখে জল না যায়, কারণ মুখ এবং চোখে ওষুধ ঢুকে জ্বালাপোড়া হয়"। তিনি বলেন যে, প্রথমবার ওষুধটি প্রয়োগ করার পর থেকেই প্রায় ৮০% মানুষের মধ্যে এর প্রভাব দেখা যায়। দুই থেকে তিনবারের মধ্যে চুল গজাতে শুরু করে। (Representative Image)
advertisement
এর জন্য তিনি ফি নেন মাত্র ১০০ টাকা! শানু বাবা বলেন, ‘‘আমরা কারও কাছ থেকে কোনও অতিরিক্ত ফি নিই না। আমরা স্থানীয় ভেষজ উদ্ভিদের সাহায্যে তেল তৈরি করেছি, যার ব্যবহারে সুফল দেখা যাচ্ছে। ওষুধের প্রভাব এক সপ্তাহের মধ্যে দেখা দিতে শুরু করে।’’ ওষুধ নিতে আসা আব্দুল সামাদও সেই কথাই বলেন। জানান যে খুব অল্প বয়সেই তাঁর চুল পুরোপুরি পড়ে গিয়েছিল। শানু বাবার কথা জানার পর এবং ওষুধ প্রয়োগের পর থেকেই তিনি এর প্রভাব দেখতে পান; প্রায় দুই সপ্তাহের মধ্যে চুল আবার গজাতে শুরু করে। (Representative Image)