Hair fall: বৃষ্টি পড়া আরম্ভ হতেই শুরু হয়েছে চুল পড়া! ‘এই’ নিয়ম মানলেই মুক্তি পাবেন সমস্যা থেকে

Last Updated:
বৃষ্টির জলে ক্ষতি হচ্ছে চুলেরও৷ ভেজা চুলে বাসা বাধে ব্যাক্টেরিয়া৷ তাই চুলপড়ার সমস্যা অনেক বেশি বেড়ে যায় এই ঋতুতে৷
1/6
গরমের তীব্র অস্বস্তি কাটিয়ে এসেছে বর্ষা৷ ঝমঝমে বৃষ্টির দেখা পেয়ে খুশি সকলে৷ বিরামহীন বৃষ্টিতে যেমন আছে মজা, তেমনই আছে নানা সমস্যা৷ বাইরে বেরোলেই হালকা ভিজতে হচ্ছে৷ ফলে সর্দি কাশির মতো রোগজীবাণু কাবু করছে৷
গরমের তীব্র অস্বস্তি কাটিয়ে এসেছে বর্ষা৷ ঝমঝমে বৃষ্টির দেখা পেয়ে খুশি সকলে৷ বিরামহীন বৃষ্টিতে যেমন আছে মজা, তেমনই আছে নানা সমস্যা৷ বাইরে বেরোলেই হালকা ভিজতে হচ্ছে৷ ফলে সর্দি কাশির মতো রোগজীবাণু কাবু করছে৷
advertisement
2/6
পাশাপাশি বৃষ্টির জলে ক্ষতি হচ্ছে চুলেরও৷ ভেজা চুলে বাসা বাধে ব্যাক্টেরিয়া৷ তাই চুলপড়ার সমস্যা অনেক বেশি বেড়ে যায় এই ঋতুতে৷ চুল রুক্ষ আর চিপচিপে হয়ে যায়৷ কিন্তু কয়েকটা টিপস্ মানলেই বৃষ্টিতে ভিজলেও চুলের ক্ষতি হবে না৷
পাশাপাশি বৃষ্টির জলে ক্ষতি হচ্ছে চুলেরও৷ ভেজা চুলে বাসা বাধে ব্যাক্টেরিয়া৷ তাই চুলপড়ার সমস্যা অনেক বেশি বেড়ে যায় এই ঋতুতে৷ চুল রুক্ষ আর চিপচিপে হয়ে যায়৷ কিন্তু কয়েকটা টিপস্ মানলেই বৃষ্টিতে ভিজলেও চুলের ক্ষতি হবে না৷
advertisement
3/6
বেশি চুল ধোবেন না বর্ষাকালে চুল যতটা সম্ভব কম ধোয়ার চেষ্টা করুন৷ যাতে চুল ভেজা না থাকে৷ কারণ ভেজা আবহাওয়ায় চুল শুকনো হতে দেরি হয়৷ তাই চুলে ব্যাক্টেরিয়া ফাঙ্গাসের উৎপাত বাড়ে৷ চুল প্রাণহীন হয়ে যায়৷ তাছাড়া দীর্ঘক্ষণ চুল ভেজা থাকলে ঠান্ডা লাগা, সর্দি-কাশির মতো সমস্যাও হয়ে থাকে৷
বেশি চুল ধোবেন না বর্ষাকালে চুল যতটা সম্ভব কম ধোয়ার চেষ্টা করুন৷ যাতে চুল ভেজা না থাকে৷ কারণ ভেজা আবহাওয়ায় চুল শুকনো হতে দেরি হয়৷ তাই চুলে ব্যাক্টেরিয়া ফাঙ্গাসের উৎপাত বাড়ে৷ চুল প্রাণহীন হয়ে যায়৷ তাছাড়া দীর্ঘক্ষণ চুল ভেজা থাকলে ঠান্ডা লাগা, সর্দি-কাশির মতো সমস্যাও হয়ে থাকে৷
advertisement
4/6
নিয়মিত তেল লাগান বর্ষার এই স্যাঁতসেতে আবহাওয়ায় চুলের বিষয়ে একটু বেশি সতর্ক থাকা দরকার। এই সময় চুলে বেশি পুষ্টি দেওয়া দরকার। তাই নিয়মিত তেল লাগান জরুরি। এবং ১৫ দিন অন্তর ডিপ কন্ডিশনিং করা প্রয়োজনীয়৷
নিয়মিত তেল লাগান বর্ষার এই স্যাঁতসেতে আবহাওয়ায় চুলের বিষয়ে একটু বেশি সতর্ক থাকা দরকার। এই সময় চুলে বেশি পুষ্টি দেওয়া দরকার। তাই নিয়মিত তেল লাগান জরুরি। এবং ১৫ দিন অন্তর ডিপ কন্ডিশনিং করা প্রয়োজনীয়৷
advertisement
5/6
অ্যাপেল সাইডার ভিনিগার লাগাতে পারেন বৃষ্টির সময় চুলে একাধিক সমস্যা দেখা দেয়৷ ভেজা চুলের প্রাণ আনার ফিরিয়ে ভরসা রাখতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগারে৷ জলে মিশিয়ে নিন অ্যাপেল সাইডার ভিনিগার৷ এবার এই জলে চুল ধুয়ে নিন৷ এতে চুলে অতিরিক্ত তেল জমা হওয়ার ভয় থাকে না৷
অ্যাপেল সাইডার ভিনিগার লাগাতে পারেন বৃষ্টির সময় চুলে একাধিক সমস্যা দেখা দেয়৷ ভেজা চুলের প্রাণ আনার ফিরিয়ে ভরসা রাখতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগারে৷ জলে মিশিয়ে নিন অ্যাপেল সাইডার ভিনিগার৷ এবার এই জলে চুল ধুয়ে নিন৷ এতে চুলে অতিরিক্ত তেল জমা হওয়ার ভয় থাকে না৷
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement