Shikakai Hair Growth Care: মাথায় টাক পড়ে একেবারে মরুভূমির হাল?হাতের মুঠোয়ে চুলের 'টনিক'! ঘন কালো লম্বা হবে চুল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Hair Care Tips: তবে জানতে হবে চুলে শিকাকাই ব্যবহারের বিশেষ পদ্ধতি যাতে চুল থাকবে সুস্থ, মজবুত ও চকচকে।
advertisement
advertisement
এতে উপস্থিত ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। এগুলি ছাড়াও, এটি চুলের অবস্থা তৈরি করে এবং এটিকে নরম, শক্তিশালী এবং চকচকে করে। এটি চুলকে শুষ্কতা থেকে রক্ষা করে এবং চুলকে আটকানো থেকে রক্ষা করে। তবে জানতে হবে চুলে শিকাকাই ব্যবহারের বিশেষ পদ্ধতি যাতে চুল থাকবে সুস্থ, মজবুত ও চকচকে।
advertisement
শিকাকাই চুলের তেল: শিকাকাই তেল চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করতে পারে। এর জন্য নারকেল তেল বা বাদাম তেলে ২-৩ টেবিল চামচ শিকাকাই পাউডার মিশিয়ে নিন। এবার হালকা গরম করুন। তারপর এই মিশ্রণটি ঠান্ডা করে চুলের গোড়ায় ভালভাবে লাগিয়ে ম্যাসাজ করুন। কয়েক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই তেল চুল ঘন ও লম্বা করার পাশাপাশি চুল পড়া রোধ করতে পারে।
advertisement
advertisement
advertisement