কম বয়সেই পাক ধরেছে চুলে। সাদা চুলে ভর্তি মাথা! কিছুতেই কিছু হচ্ছে না? ভয় পাওয়ার নেই। উপায় আছে! না, ক্যামিকাল যুক্ত রঙ নয় বরং রয়েছে সহজ সমাধান! photo source collected
2/ 5
সাধারণত লিভারের সমস্যা থেকেই কম বয়সে চুল পেকে যায়! বর্তমান দিনে কাজের চাপ, জীবনের চাপ অনেক বেশি। অতিরিক্ত স্ট্রেস থেকেও কম বয়সে চুল পেকে যায়! তবে এর সহজ সমাধান রয়েছে আপনার হাতেই। photo source collected
3/ 5
চুল পাকা থেকে বাঁচতে হলে সব থেকে প্রথম যা দরকার তা হল প্রচুর পরিমাণে জল খাওয়া। এবং ৮ ঘণ্টা ঘুম। যতটা সম্ভব স্ট্রেস থেকে দূরে থাকা! তবে এগুলো হয়ত সব সম্ভব নয়! তাই রয়েছে আরও একটি দারুন টোটকা! photo source collected
4/ 5
বাড়িতে রান্না ঘরে কালোজিরে সকলের থাকে! আর এই কালোজিরে-তেই আছে জাদু। সরষের তেলে সারা রাত কালো জিরে ভিজিয়ে রাখুন। সকালে তেল হালকা গরম করে মাথায় মাখুন। কয়েক ঘণ্টা রাখুন। নিয়মিত করলে পাকা চুল কালো হয়ে যাবে! photo source collected