Green Coconut vs Coconut in Blood Sugar: ডাব না নারকেল? কোনটার জল ও শাঁস ওজন কমায়? ব্লাড সুগারে কোনটা খাবেন? কোন ফলে নিয়ন্ত্রণে ডায়াবেটিস? জানুন

Last Updated:
Green Coconut vs Coconut in Blood Sugar: গরমকাল মানেই ডাবের জলে চুমুক৷ সঙ্গে জিভে ডাবের নরম শাঁসের স্বাদ৷ তেষ্টা মেটানোর পাশাপাশি পেটও ভরে কচি ডাবের জল ও শাঁসে৷ কিন্তু শরীরের জন্য কোনটা বেশি উপকারী? ডাব নাকি নারকেল? ডাবের জল নাকি নারকেলের জল?
1/9
গরমকাল মানেই ডাবের জলে চুমুক৷ সঙ্গে জিভে ডাবের নরম শাঁসের স্বাদ৷ তেষ্টা মেটানোর পাশাপাশি পেটও ভরে কচি ডাবের জল ও শাঁসে৷
গরমকাল মানেই ডাবের জলে চুমুক৷ সঙ্গে জিভে ডাবের নরম শাঁসের স্বাদ৷ তেষ্টা মেটানোর পাশাপাশি পেটও ভরে কচি ডাবের জল ও শাঁসে৷
advertisement
2/9
কিন্তু শরীরের জন্য কোনটা বেশি উপকারী? ডাব নাকি নারকেল? ডাবের জল নাকি নারকেলের জল? সে বিষয়ে জানিয়েছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা৷
কিন্তু শরীরের জন্য কোনটা বেশি উপকারী? ডাব নাকি নারকেল? ডাবের জল নাকি নারকেলের জল? সে বিষয়ে জানিয়েছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা৷
advertisement
3/9
প্রাকৃতিকভাবেই নারকেলের তুলনায় ডাবে জলের পরিমাণ বেশি৷ তাই স্বাদেও মিষ্টি বেশি এবং বেশি হাইড্রেটিং৷
প্রাকৃতিকভাবেই নারকেলের তুলনায় ডাবে জলের পরিমাণ বেশি৷ তাই স্বাদেও মিষ্টি বেশি এবং বেশি হাইড্রেটিং৷
advertisement
4/9
ডাবের শাঁসে স্নেহপদার্থ কম৷ অন্যদিকে নারকেলে আছে স্যাচিওরেটেড ফ্যাট৷ এতে ক্যালরিও বেশি৷ যাঁরা ডায়েট করছেন তাঁদের জন্য নারকেলের তুলনায় ডাব বেশি উপকারী৷
ডাবের শাঁসে স্নেহপদার্থ কম৷ অন্যদিকে নারকেলে আছে স্যাচিওরেটেড ফ্যাট৷ এতে ক্যালরিও বেশি৷ যাঁরা ডায়েট করছেন তাঁদের জন্য নারকেলের তুলনায় ডাব বেশি উপকারী৷
advertisement
5/9
স্যাচিওরেটেড ফ্যাটের কারণে ডাবের তুলনায় নারকেলে ক্যালোরি বেশি৷ তবে ফাইবার বেশি নারকেলে৷ ডায়েটে ফাইবারের জন্য ভরসা করতে হবে নারকেলের উপরেই৷
স্যাচিওরেটেড ফ্যাটের কারণে ডাবের তুলনায় নারকেলে ক্যালোরি বেশি৷ তবে ফাইবার বেশি নারকেলে৷ ডায়েটে ফাইবারের জন্য ভরসা করতে হবে নারকেলের উপরেই৷
advertisement
6/9
পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়ামের মতো ইলেকট্রোলাইট থাকায় ডাবের জল অনেক বেশি পুষ্টিকর৷ রোগমুক্তিতে রোগীর পথ্যে রাখা হয় ডাবের জল৷
পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়ামের মতো ইলেকট্রোলাইট থাকায় ডাবের জল অনেক বেশি পুষ্টিকর৷ রোগমুক্তিতে রোগীর পথ্যে রাখা হয় ডাবের জল৷
advertisement
7/9
নারকেলের জলে সোডিয়াম, ভিটামিন সি ও অন্যান্য পুষ্টিগুণ বেশি থাকলেও সার্বিকভাবে ডাবের জল বেশি উপকারী৷
নারকেলের জলে সোডিয়াম, ভিটামিন সি ও অন্যান্য পুষ্টিগুণ বেশি থাকলেও সার্বিকভাবে ডাবের জল বেশি উপকারী৷
advertisement
8/9
নারকেলের একাধিক রকম ব্যবহার থাকলেও ডাবের জল সার্বিকভাবে অনেক বেশি পুষ্টিকর৷ হাইড্রেশন, পোস্ট ওয়ার্কআউট ড্রিঙ্ক হিসেবে নারকেলের জলের তুলনায় অনেক বেশি কার্যকর ডাবের জল৷
নারকেলের একাধিক রকম ব্যবহার থাকলেও ডাবের জল সার্বিকভাবে অনেক বেশি পুষ্টিকর৷ হাইড্রেশন, পোস্ট ওয়ার্কআউট ড্রিঙ্ক হিসেবে নারকেলের জলের তুলনায় অনেক বেশি কার্যকর ডাবের জল৷
advertisement
9/9
ব্লাডসুগারের ক্ষেত্রেও ডাবের জল বেশি উপকারী নারকেলের জল এবং নারকেলের শাঁসের তুলনায়৷ ফলের রসের তুলনায় গরমে ডাবের জল বেশি কার্যকর রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে৷
ব্লাডসুগারের ক্ষেত্রেও ডাবের জল বেশি উপকারী নারকেলের জল এবং নারকেলের শাঁসের তুলনায়৷ ফলের রসের তুলনায় গরমে ডাবের জল বেশি কার্যকর রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে৷
advertisement
advertisement
advertisement