Bankura Trip: পুজোর আগেই পর্যটকদের জন্য বিরাট সুখবর! মুকুটমণিপুরের আঁধার উধাও, ঝলমল করবে রাতেও
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura Trip: বাঁকুড়ার রানি মুকুটমণিপুরে এসেছেন, নৌকো বিহার করেছেন। কংসাবতী ড্যামের নীল জলে সেলফি তুলেছেন। কিন্তু রাত হতেই যেন মুকুটমনিপুর যাতায়াতের রাস্তায় যেন অন্ধকারে ঢেকে যায়, এ বারে সব সমস্যার সমাধান মিলবে...
advertisement
advertisement
advertisement
advertisement
*মুকুটমণিপুরের খুব কাছেই রয়েছে অম্বিকানগর রাজবাড়ি এবং মা অম্বিকার মন্দির। সব মিলিয়ে বাঁকুড়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র মুকুটমণিপুর। এই সবকিছু সঙ্গে এবার যুক্ত হল মুকুটমণিপুর যাওয়ার রাস্তায় আলো। যা হয়ত শুনে খুব একটা বেশি মনে না হলেও তার প্রভাব পর্যটনের উপর পড়বে বলে মনে করছেন স্থানীয় হোটেলের মালিকেরা। সংগৃহীত ছবি।
advertisement
*হোটেল মালিক সুদীপ সাহু মনে করেন, রাস্তায় আলো লাগানোর ফলে পর্যটকের ঢল আরও বেশি হবে ভবিষ্যতে। রাস্তার ধারের পান্থশালা কিম্বা হোটেল বা রেস্টুরেন্ট গুলিতে বাড়বে মানুষের ভিড়। যদিও অন্যান্য বছরে তুলনায় এখনও পর্যন্ত পর্যটকদের ভিড় যথেষ্ট কম। বর্ষাও যেন বাঁকুড়ায় ঢুকছে না ঠিকভাবে, ফলেই পর্যটকদের আকর্ষণ করার ক্ষেত্রে এই আলো কতটা কার্যকরী হবে তার উত্তর একমাত্র সময় দিতে পারে। সংগৃহীত ছবি।