Kitchen Hacks: রান্নাঘরে তেলের পাত্র থেকে চটচটে ভাব যাচ্ছে না? পরিষ্কার করুন এই সহজ টোটকায়

Last Updated:
Kitchen Hacks: সবথেকে বেশি চিটচিটে ভাব থাকে তেলের পাত্রে বা তেলের কৌটোয়
1/8
রান্নাঘরে একজস্ট ফ্যান, অত্যাধুনিক চিমনি যতই থাকুক, কিছুটা তেল চিটচিটে ভাব থাকবেই। সবথেকে বেশি চিটচিটে ভাব থাকে তেলের পাত্রে বা তেলের কৌটোয়।
রান্নাঘরে একজস্ট ফ্যান, অত্যাধুনিক চিমনি যতই থাকুক, কিছুটা তেল চিটচিটে ভাব থাকবেই। সবথেকে বেশি চিটচিটে ভাব থাকে তেলের পাত্রে বা তেলের কৌটোয়।
advertisement
2/8
তেলের কৌটো সব সময় গরম জলে পরিষ্কার করুন। এতে তেলের পাত্র ভাল পরিষ্কার হয়।
তেলের কৌটো সব সময় গরম জলে পরিষ্কার করুন। এতে তেলের পাত্র ভাল পরিষ্কার হয়।
advertisement
3/8
পরিষ্কার টিস্যু পেপার, কিচেন টাওয়েল দিয়ে বোতলের ঢাকনা, পাত্রের কিনারা-এই অংশগুলি ভাল করে মুছে পরিষ্কার করে নিন। তার পর ধুয়ে ফেলুন।
পরিষ্কার টিস্যু পেপার, কিচেন টাওয়েল দিয়ে বোতলের ঢাকনা, পাত্রের কিনারা-এই অংশগুলি ভাল করে মুছে পরিষ্কার করে নিন। তার পর ধুয়ে ফেলুন।
advertisement
4/8
ডিশওয়াশিং সাবান বা লিক্যুইড সাবান গরম জলে মিশিয়ে নিন। তার পর ওই মিশ্রণ ভাল করে ঝাঁকিয়ে নিয়ে ওই মিশ্রণে বটল ক্লিনিং ব্রাশ মিশিয়ে স্ক্রাব করে পরিষ্কার করুন।
ডিশওয়াশিং সাবান বা লিক্যুইড সাবান গরম জলে মিশিয়ে নিন। তার পর ওই মিশ্রণ ভাল করে ঝাঁকিয়ে নিয়ে ওই মিশ্রণে বটল ক্লিনিং ব্রাশ মিশিয়ে স্ক্রাব করে পরিষ্কার করুন।
advertisement
5/8
সাইট্রিক অ্যাসিডজাতীয় জিনিস দিয়ে তেলের পাত্র পরিষ্কার করে নিন। এতে জীবাণু ও গন্ধ ভাল ভাবে দূর করা যায়। লেমন জুস বা সাদা ভিনিগার সামান্য জলে মিশিয়ে তেলের পাত্র পরিষ্কার করুন।
সাইট্রিক অ্যাসিডজাতীয় জিনিস দিয়ে তেলের পাত্র পরিষ্কার করে নিন। এতে জীবাণু ও গন্ধ ভাল ভাবে দূর করা যায়। লেমন জুস বা সাদা ভিনিগার সামান্য জলে মিশিয়ে তেলের পাত্র পরিষ্কার করুন।
advertisement
6/8
যেভাবেই তেলের বোতল পরিষ্কার করুন না কেন, ভিজে পাত্রে কখনওই তেল ঢালবেন না। এতে তেলের গুণমান নষ্ট হয়। তেলের এবং খাবারে স্বাদ গন্ধ নষ্ট হয়ে যায়।
যেভাবেই তেলের বোতল পরিষ্কার করুন না কেন, ভিজে পাত্রে কখনওই তেল ঢালবেন না। এতে তেলের গুণমান নষ্ট হয়। তেলের এবং খাবারে স্বাদ গন্ধ নষ্ট হয়ে যায়।
advertisement
7/8
দিনভর ব্যবহারের পর টিস্যু পেপার দিয়ে তেলের পাত্রের মুখ ও কিনারা ভাল করে মুছে নিন। তাহলে চটচটে ভাব থাকবে না।
দিনভর ব্যবহারের পর টিস্যু পেপার দিয়ে তেলের পাত্রের মুখ ও কিনারা ভাল করে মুছে নিন। তাহলে চটচটে ভাব থাকবে না।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement