Geyser Blast: বাথরুমে গিজারের যথেচ্ছ ব্যবহার, শীতের গরম জলের মজা সাজা হয়ে যাবে, জেনে নিন ব্যবহারের টিপস
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Geyser Blast: বোমার মতো ফাটতে পারে বাথরুমের গিজার, পরিবারের নিরাপত্তা চাইলে এই ৬টি জিনিস মাথায় রাখুন
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, গিজারের ভিতরের তাপমাত্রা এবং চাপ অত্যধিক বেড়ে গেলে বিস্ফোরণ হয়। সাধারণত অনেকক্ষণ চালু রাখলেই এমনটা ঘটে। তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকে। থার্মোস্ট্যাট সিস্টেম আর কাজ করে না। এই পরিস্থিতিতে জল নিরাপদ তাপমাত্রার চেয়ে বেশি গরম হয়ে যায়। ফলে অতিরিক্ত বাষ্প তৈরি হয়। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটে। এই সময় কেউ বাথরুমে থাকলে গুরুতর আহত হতে পারেন। Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
একসঙ্গে একাধিক কাজে গিজারের জল ব্যবহার করা উচিত নয়। এতে গিজারের উপর চাপ পড়ে। অটোমেটিক গিজার হলে, তাপ আচমকা বেড়ে যেতে পারে। ফলে বিস্ফোরণের আশঙ্কা থাকে। যাঁরা গ্যাস চালিত গিজার ব্যবহার করেন তাঁদের গ্যাস লিক হওয়ার ভয় থাকে। নিয়মিত সময় অন্তর পরীক্ষা করা জরুরি। বাথরুমে পচা ডিমের মতো গন্ধ বেরলে বুঝতে হবে গ্যাস লিক করেছে। এই পরিস্থিতিতে অবিলম্বে মিস্ত্রি ডেকে গিজার মেরামত করানো উচিত। Photo- Representative