Crispy Cutlet Recipe: কয়েকটা চিকেনের টুকরো থাকলেই হবে, বাড়ির উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন মুচমুচে চিকেন ফ্রাই! সহজ রেসিপি রইল
- Published by:Pooja Basu
- local18
Last Updated:
শীতের সন্ধেতে খেতে পারেন, বাচ্চাকেও বানিয়ে দিতে পারেন৷ খেতে ভাল লাগবে এবং উপকারও পাবেন৷ অনেকেই গরম কাটলেটকে সেরা পছন্দ বলে মনে করেন। আপনি সহজেই বাড়িতে এগুলি তৈরি করতে পারেন। এগুলির জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না।
Crispy Cutlet Recipe: এই কড়া শীতে সন্ধেবেলায় টেস্টি স্ন্যাক্স খেতে খুবই ভাল লাগে৷ বেশ ঝাল ঝাল এবং গরম গরম কুরমুরে খাবার খেতে কে না চায়! এমন খবার যা খেতেও ভাল এবং অনেকটা প্রোটিন যাবে শরীরে, তেমন একটা ডিশ চিকেন কাটলেট৷ শীতের সন্ধেতে খেতে পারেন, বাচ্চাকেও বানিয়ে দিতে পারেন৷ খেতে ভাল লাগবে এবং উপকারও পাবেন৷ অনেকেই গরম কাটলেটকে সেরা পছন্দ বলে মনে করেন। আপনি সহজেই বাড়িতে এগুলি তৈরি করতে পারেন। এগুলির জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আলু, গাজর, মটর, পেঁয়াজ, মাশরুম এবং মশলার মতো সাধারণ ঘরোয়া উপাদান দিয়ে সুস্বাদু কাটলেট তৈরি করা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








