Gas Relief Home Remedy: গ্যাস, পেটব্যথায় মৌরি নয়, এক চিমটে 'এই' জিনিসেই মিলবে আরাম! জানুন কীভাবে, কখন খাবেন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Gas Relief Home Remedy: গ্যাস, ফোলাভাব ও পেটের ব্যথা থেকে মুক্তি পেতে এক এই জিনিস গরম জলে মিশিয়ে খান। এটি পুরনো হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য থেকেও আরাম দেয়। ঘরোয়া এই টোটকা দ্রুত ফলদায়ক ও নিরাপদ।
আজকাল পেটের গ্যাস, ভারী লাগা বা ফোলাভাব – এসব সমস্যা প্রায় প্রত্যেকেই কোনও না কোনও সময়ে ভোগেন। সাধারণত মানুষ মৌরি, জোয়ান বা জিরে ইত্যাদি ব্যবহার করেন গ্যাস কমাতে, কিন্তু আপনি কি জানেন রান্নাঘরে থাকা এক সাধারণ জিনিস – হিং বা হেঁশে (Asafoetida) – হতে পারে এই সমস্যার দারুণ সমাধান? গরম জলে এক চিমটে হিং মিশিয়ে খেলে কয়েক মিনিটেই গ্যাস থেকে আরাম পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সতর্কতা আবশ্যক: হিং কখনোই মাত্রাতিরিক্ত খাবেন না। দিনে এক বা দুইবার এক চিমটে করে খাওয়া যথেষ্ট। যাঁদের হিং-এ অ্যালার্জি রয়েছে বা যকৃতের সমস্যা রয়েছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবেন না। পরের বার পেটে গ্যাস বা ফোলাভাব হলে মৌরি বা জোয়ানের বদলে হিং-এর জল একবার ট্রাই করে দেখুন। এটি ছোট অথচ কার্যকরী ঘরোয়া প্রতিকার, কার্যকারিতা প্রফেশনাল ওষুধের মতো!
advertisement
advertisement