Gardening Tips for Aparajita Flower: আসছে নীলষষ্ঠী! জানুন নীলকণ্ঠ ফুল ফোটানোর গুপ্তমন্ত্র! ম্যাজিক স্প্রে দিলেই অপরাজিতা লতা ছেয়ে যাবে ফুলে

Last Updated:
Gardening Tips for Aparajita Flower: জানুন কীভাবে যত্ন করলে অপরাজিতা গাছে প্রচুর ফুল ফুটবে। ছাদবাগান, ব্যালকনি বা জমি-সব জায়গাতেই পরিচর্যা করলে বেড়ে উঠবে অপরাজিতা লতা। অনেকেই বলেন, এই গাছে ফুল আসছে না। জেনে নিন তার জন্য দরকারি টিপস।
1/10
সামনের সপ্তাহেই নীলষষ্ঠী। সন্তানের মঙ্গলকামনায় এই শুভ তিথিতে পুজো করা হয় দেবাদিদেব মহাদেবের। প্রজ্বলন করা হয় নীলবাতি। এই তিথিতে মহাদেবকে নিবেদন করা হয় নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল। মহাদেবেরও আর এক নাম নীলকণ্ঠ।
সামনের সপ্তাহেই নীলষষ্ঠী। সন্তানের মঙ্গলকামনায় এই শুভ তিথিতে পুজো করা হয় দেবাদিদেব মহাদেবের। প্রজ্বলন করা হয় নীলবাতি। এই তিথিতে মহাদেবকে নিবেদন করা হয় নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল। মহাদেবেরও আর এক নাম নীলকণ্ঠ।
advertisement
2/10
জানুন কীভাবে যত্ন করলে অপরাজিতা গাছে প্রচুর ফুল ফুটবে। ছাদবাগান, ব্যালকনি বা জমি-সব জায়গাতেই পরিচর্যা করলে বেড়ে উঠবে অপরাজিতা লতা। অনেকেই বলেন, এই গাছে ফুল আসছে না। জেনে নিন তার জন্য দরকারি টিপস।
জানুন কীভাবে যত্ন করলে অপরাজিতা গাছে প্রচুর ফুল ফুটবে। ছাদবাগান, ব্যালকনি বা জমি-সব জায়গাতেই পরিচর্যা করলে বেড়ে উঠবে অপরাজিতা লতা। অনেকেই বলেন, এই গাছে ফুল আসছে না। জেনে নিন তার জন্য দরকারি টিপস।
advertisement
3/10
অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে। ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে। মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে।
অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে। ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে। মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে।
advertisement
4/10
সবথেকে ভাল হয় বৃষ্টির জল পেলে। না হলে এমনি ট্যাপ ওয়াটার নিন। ৬-৭ ইঞ্চির টবের জন্য এক গ্লাস জলে মেশান ১-২ চামচ কফি পাউডার। তাতে দিন হাফ চামচ লাল পটাশ। টব বড় হলে বাড়বে খাবারের পরিমাণ। এই মিশ্রণ গাছের মাটিতে মেশান ৫-১০ দিন অন্তর।
সবথেকে ভাল হয় বৃষ্টির জল পেলে। না হলে এমনি ট্যাপ ওয়াটার নিন। ৬-৭ ইঞ্চির টবের জন্য এক গ্লাস জলে মেশান ১-২ চামচ কফি পাউডার। তাতে দিন হাফ চামচ লাল পটাশ। টব বড় হলে বাড়বে খাবারের পরিমাণ। এই মিশ্রণ গাছের মাটিতে মেশান ৫-১০ দিন অন্তর।
advertisement
5/10
বেশি রোদে গাছের ক্ষতি হয়। নরম এই গাছে সারাদিন রোদে রাখলে ক্ষতি হবে। বিকেলের দিকে ৩-৪ ঘণ্টা রোদ পেলেই হবে। বাড়িতে এমন জায়গায় রাখুন অপরাজিতা গাছ।
বেশি রোদে গাছের ক্ষতি হয়। নরম এই গাছে সারাদিন রোদে রাখলে ক্ষতি হবে। বিকেলের দিকে ৩-৪ ঘণ্টা রোদ পেলেই হবে। বাড়িতে এমন জায়গায় রাখুন অপরাজিতা গাছ।
advertisement
6/10
এই গাছের গোড়া সব সময় আর্দ্র রাখতে হবে। নিয়মিত গাছে জল দিন। না হলে কিন্তু এই গাছ ঝিমিয়ে পড়বে। সতেজ থাকবে না।
এই গাছের গোড়া সব সময় আর্দ্র রাখতে হবে। নিয়মিত গাছে জল দিন। না হলে কিন্তু এই গাছ ঝিমিয়ে পড়বে। সতেজ থাকবে না।
advertisement
7/10
৪০ শতাংশ মাটির সঙ্গে জৈব সার ও কোকোপিট মিটিয়ে মাটি তৈরি করুন। তাতে জল দাঁড়াবে না। গাছের গোড়া আর্দ্র থাকবে। কিন্তু জল যেন মাটির মধ্যে দিয়ে দ্রুত প্রবাহিত হয়ে যায়।
৪০ শতাংশ মাটির সঙ্গে জৈব সার ও কোকোপিট মিটিয়ে মাটি তৈরি করুন। তাতে জল দাঁড়াবে না। গাছের গোড়া আর্দ্র থাকবে। কিন্তু জল যেন মাটির মধ্যে দিয়ে দ্রুত প্রবাহিত হয়ে যায়।
advertisement
8/10
অপরাজিতা গাছে এক বার ফুল ধরে শুকিয়ে গেলে আবার ফুল আসতে দেরি হয়। তাই ধৈর্য হারাবেন না। পরিচর্যা বজায় রাখুন। গাছ সুস্থ থাকলে অবশ্যই ফুল ধরবে।
অপরাজিতা গাছে এক বার ফুল ধরে শুকিয়ে গেলে আবার ফুল আসতে দেরি হয়। তাই ধৈর্য হারাবেন না। পরিচর্যা বজায় রাখুন। গাছ সুস্থ থাকলে অবশ্যই ফুল ধরবে।
advertisement
9/10
ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংকুচি, কিচেনওয়েস্ট কমপোস্ট মিশিয়ে সার তৈরি করুন। কুঁড়ি আসতে শুরু করলে কলার খোসা ভেজানো জল গাছে দিন। প্রচুর কুঁড়ি আসবে ও ফুল ফুটবে। তবে টব ও গাছের পরিমাপ বুঝে তবেই সার প্রয়োগ করবেন।
ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংকুচি, কিচেনওয়েস্ট কমপোস্ট মিশিয়ে সার তৈরি করুন। কুঁড়ি আসতে শুরু করলে কলার খোসা ভেজানো জল গাছে দিন। প্রচুর কুঁড়ি আসবে ও ফুল ফুটবে। তবে টব ও গাছের পরিমাপ বুঝে তবেই সার প্রয়োগ করবেন।
advertisement
10/10
গাছে জৈব সার দিন। যে কোন ফুল বা ফলের খোসা জলে মজিয়ে তৈরি করুন বায়ো এনজাইম। বোতলে করে সেটা স্প্রে করুন গাছে। তরতাজা থাকবে অপরাজিতা গাছ। বৃষ্টির জল ধরে রেখেও স্প্রে করতে পারেন।
গাছে জৈব সার দিন। যে কোন ফুল বা ফলের খোসা জলে মজিয়ে তৈরি করুন বায়ো এনজাইম। বোতলে করে সেটা স্প্রে করুন গাছে। তরতাজা থাকবে অপরাজিতা গাছ। বৃষ্টির জল ধরে রেখেও স্প্রে করতে পারেন।
advertisement
advertisement
advertisement