IN PICS: ভুলে যান গ্রিন টি, জানুন উপকারী ব্লু টি’র অবাক করা গণাগুণ

Last Updated:
1/10
গত এক দশকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গ্রিন টি। যার কারণে ব্লু টি সম্পর্কে আমরা ততবেশি জানিই না। জেনে নেওয়া যাক এই বিশেষ ধরনের চায়ের গুণগুলি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
গত এক দশকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গ্রিন টি। যার কারণে ব্লু টি সম্পর্কে আমরা ততবেশি জানিই না। জেনে নেওয়া যাক এই বিশেষ ধরনের চায়ের গুণগুলি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/10
নীল কড়াইশুঁটির ফুল ক্লিটোরিয়া টারনেটি থেকে তৈরি হয় ব্লু টি। যাকে এশিয়ান পিজিয়ন উইঙ্গস বা ব্লুবেলভাইন বলা হয়ে থাকে। ছবি: ইনস্টাগ্রাম ৷
নীল কড়াইশুঁটির ফুল ক্লিটোরিয়া টারনেটি থেকে তৈরি হয় ব্লু টি। যাকে এশিয়ান পিজিয়ন উইঙ্গস বা ব্লুবেলভাইন বলা হয়ে থাকে। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/10
মূলত এশিয়াতেই চাষ হয় এই চায়ের। নীল কড়াইশুঁটির ফুল অবশ্য আমাদের কাছে অপরাজিতা ফুল হিসেবেই বেশি পরিচিত। ছবি: ইনস্টাগ্রাম ৷
মূলত এশিয়াতেই চাষ হয় এই চায়ের। নীল কড়াইশুঁটির ফুল অবশ্য আমাদের কাছে অপরাজিতা ফুল হিসেবেই বেশি পরিচিত। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/10
কষ্টা স্বাদ ও নীল রঙের জন্য অনেকেই এই চা পছন্দ না করলেও এই চায়ের রয়েছে প্রচুর উপকারিতা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
কষ্টা স্বাদ ও নীল রঙের জন্য অনেকেই এই চা পছন্দ না করলেও এই চায়ের রয়েছে প্রচুর উপকারিতা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/10
গ্রিন টি-র মতোই ব্লু  টি ভাল অ্যান্টিঅক্সিড্যান্ট। ডাইইউরেটিক হওয়ার কারণে ইউরিনেশনে সাহায্য করে। আবার এর মধ্যে থাকা সাইক্লোটাইড-এর অ্যান্টি এইচআইভি, অ্যান্টি-টিউমার গুণ রয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
গ্রিন টি-র মতোই ব্লু টি ভাল অ্যান্টিঅক্সিড্যান্ট। ডাইইউরেটিক হওয়ার কারণে ইউরিনেশনে সাহায্য করে। আবার এর মধ্যে থাকা সাইক্লোটাইড-এর অ্যান্টি এইচআইভি, অ্যান্টি-টিউমার গুণ রয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/10
ব্লু টি লিভারে বাইল তৈরিতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ হজমে সাহায্য করে। বমি ভাব কাটানোর কাজেও আসে ব্লু টি। ছবি: ইনস্টাগ্রাম ৷
ব্লু টি লিভারে বাইল তৈরিতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ হজমে সাহায্য করে। বমি ভাব কাটানোর কাজেও আসে ব্লু টি। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/10
ব্লু টি-র অ্যান্টি-গ্লাইসেটিন গুণের জন্য এটা ত্বকের পক্ষে খুব ভাল। এর মধ্যে থাকা ফ্লাভনয়েড ত্বকে কোলাজেন তৈরি করে ইলাসটিসিটি বাড়ায়। বলিরেখা পড়তে দেয় না। ছবি: ইনস্টাগ্রাম ৷
ব্লু টি-র অ্যান্টি-গ্লাইসেটিন গুণের জন্য এটা ত্বকের পক্ষে খুব ভাল। এর মধ্যে থাকা ফ্লাভনয়েড ত্বকে কোলাজেন তৈরি করে ইলাসটিসিটি বাড়ায়। বলিরেখা পড়তে দেয় না। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/10
আবার অ্যান্থোসায়ানিন থাকায় চুল পড়ার সমস্যাতেও কাজ করে ব্লু টি। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে হেয়ার ফলিকলের বৃদ্ধি ঘটায়। ছবি: ইনস্টাগ্রাম ৷
আবার অ্যান্থোসায়ানিন থাকায় চুল পড়ার সমস্যাতেও কাজ করে ব্লু টি। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে হেয়ার ফলিকলের বৃদ্ধি ঘটায়। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
9/10
ব্লু  টি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্মৃতিশক্তি উন্নত করে। কারণ ব্লু টি মস্তিষ্কে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। যার অ্যান্টিপাইরেটিক গুণ জ্বর সারাতে, উত্কণ্ঠা কমাতে ও অবসাদ কাটাতে সাহায্য করে। ছবি: ইনস্টাগ্রাম ৷
ব্লু টি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্মৃতিশক্তি উন্নত করে। কারণ ব্লু টি মস্তিষ্কে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। যার অ্যান্টিপাইরেটিক গুণ জ্বর সারাতে, উত্কণ্ঠা কমাতে ও অবসাদ কাটাতে সাহায্য করে। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
10/10
ব্লু টি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্মৃতিশক্তি উন্নত করে। কারণ ব্লু টি মস্তিষ্কে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। ছবি: ইনস্টাগ্রাম ৷
ব্লু টি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্মৃতিশক্তি উন্নত করে। কারণ ব্লু টি মস্তিষ্কে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement