Foods to Lower Cholesterol: শুধু ১ মাস খান এই ৮ খাবার, খারাপ কোলেস্টেরলের চিহ্নটুকুও থাকবে না রক্তে, ক্ষতিকারক ফ্যাট গলে যাবে, হার্ট হবে চাঙ্গা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রক্তে যে মোম জাতীয় প্রোটিন পদার্থ থাকে, তাকেই বলে কোলেস্টেরল। এটি নির্ধারিত মাত্রায় জরুরি। স্বাভাবিকের চেয়ে বেশি হওয়া খারাপ। ভাল কোলেস্টেরল হল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এবং খারাপ কোলেস্টেরল হল LDL বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন
advertisement
রক্তে যে মোম জাতীয় প্রোটিন পদার্থ থাকে, তাকেই বলে কোলেস্টেরল। এটি নির্ধারিত মাত্রায় জরুরি। স্বাভাবিকের চেয়ে বেশি হওয়া খারাপ। ভাল কোলেস্টেরল হল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এবং খারাপ কোলেস্টেরল হল LDL বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন চর্বি জাতীয় পদার্থ। শরীরে HDL-এর পরিমাণ বেশি থাকা স্বাস্থ্যকর, অন্য দিকে LDL বেড়ে গেলে তা রক্তনালিতে জমা হতে থাকে। তখন হার্ট ও ব্রেনে রক্ত সরবরাহে বাধা সৃষ্টি করে। তখনই স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।
advertisement
ফাইবার সমৃদ্ধ খাবার খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ে না। খাদ্যতালিকায় বেশি করে ফাইবারযুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন, যেমন ফল এবং শাকসবজি। আপেল, নাশপাতি, রাজমা, স্প্রাউটস, শস্যজাতীয় খাবার কোলেস্টেরল কমাতে সিদ্ধহস্ত। ফাইবার রক্তে জমে থাকা কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, এমন ৮টি খাবার রয়েছে যা মাত্র ১ মাসের মধ্যে কোলেস্টেরলের নাম ও নিশিনা মিটিয়ে দেয় রক্ত থেকে, কোন ৮ খাবার ডায়েটে রাখা মাস্ট?
advertisement
বেগুন-- অনেকেই বেগুন খেতে পছন্দ করেন না, কিন্তু যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, তাহলে অবশ্যই বেগুন খান। Medical News Today-তে প্রকাশিত একটি প্রতিবেদনের অনুযায়ী, বেগুনে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। American Heart Association-এর মতে, ফাইবার রক্তে কোলেস্টেরলের মাত্রা উন্নত করে। এটি হৃদরোগ, স্ট্রোক, স্থূলতা ও টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকিও কমায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement