Fish Health Benefits: এই মাছ স্বাদের রাজা, প্রোটিন-ক্যালসিয়ামে ঠাঁসা, এক কামড়েই বুদ্ধি করে কম্পিউটারের মতো,হার্টের অসুখের যম, ওজনও কমায় তরতরিয়ে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এই মাছে নেই কাঁটা, মুখে দিলেই মাখনের মতো গলে যায়, শুধু স্বাদেই নয়, এই মাছ গুণেও একশোয় একশো
ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে এক টুকরো মাছ পেলেই হল! মাংস ফেলে বাঙালি মাছ খায়। মাছ হরেক রকমের। মিষ্টি জলের, সমুদ্রের, নদী কিংবা পুকুরের। মাছের উৎস, চর্বির পরিমাণ ও আঁশ অনুযায়ী মাছকে নানা প্রকারে ভাগ করা যায়। যেমন, রুই, কাতলা, কই, পুঁটি মিষ্টিজলের মাছ। অন্যদিকে রূপচাঁদা, লইট্টা, ভেটকি, ইলিশ নোনাজলের মাছ।Image: News18
advertisement
কম চর্বিযুক্ত মাছের মধ্যে রয়েছে মাগুর, টাকি, শিং। বেশি চর্বিযুক্ত মাছের মধ্যে রয়েছে পাঙাশ, চিতল, ভেটকি, ইলিশ। মাছ যে শুধু সুস্বাদু তাই নয়, মাছ শরীরের জন্য উপকারীও বটে। বিশেষ করে 'আর মাছ'! এই মাছে কাটা খুব কম, স্বাদ জিভে লেগে থাকে। প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর আর মাছের আর কী কী উপকারিতা? জানাচ্ছেন ডায়াটেশিয়ান পুনম দুনেজা Image: News18
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement