Fish: গলায় মাছের কাঁটা ফুটলে কী করেন? ২ মিনিটেই সমাধান, বিপদ এড়াতে সহজ ঘরোয়া টোটকা

Last Updated:
Fish: গলার উপরিভাগে কাঁটা ফেঁসে থাকলে তা দেখা যায়। এই পরিস্থিতিতে আঙুল দিয়ে বা ছোট চিমটের সাহায্যে সেই কাঁটা বের করা যায়।
1/6
*কথায় আছে 'মাছে ভাতে বাঙালি।' কিন্তু তাই বলে মাছ খেতে গিয়ে গলায় কাঁটা আটকে যায়নি এমন ঘটনা বিরল কিছু নয়।
*কথায় আছে 'মাছে ভাতে বাঙালি।' কিন্তু তাই বলে মাছ খেতে গিয়ে গলায় কাঁটা আটকে যায়নি এমন ঘটনা বিরল কিছু নয়।
advertisement
2/6
*গলায় একবার কাঁটা আটকালে সে যন্ত্রণা নিয়ে বলার কিছু নেই। যদি আচমকাই গলায় কাঁটা আটকায় তাহলে ঘরোয়া কিছু পদ্ধতিতে কাঁটা সরাতে পারেন।
*গলায় একবার কাঁটা আটকালে সে যন্ত্রণা নিয়ে বলার কিছু নেই। যদি আচমকাই গলায় কাঁটা আটকায় তাহলে ঘরোয়া কিছু পদ্ধতিতে কাঁটা সরাতে পারেন।
advertisement
3/6
*গলার উপরিভাগে কাঁটা ফেঁসে থাকলে তা দেখা যায়। এই পরিস্থিতিতে আঙুল দিয়ে বা ছোট চিমটের সাহায্যে সেই কাঁটা বের করার প্রয়াস করলেও করতে পারেন।
*গলার উপরিভাগে কাঁটা ফেঁসে থাকলে তা দেখা যায়। এই পরিস্থিতিতে আঙুল দিয়ে বা ছোট চিমটের সাহায্যে সেই কাঁটা বের করার প্রয়াস করলেও করতে পারেন।
advertisement
4/6
*মাছের কাঁটা গলায় আটকালেই ভাতের বড় দলা বানিয়ে তা খেয়ে ফেলার পদ্ধতি বেশ পুরনো। এক নিঃশ্বাসে ভাতের বড় দলা গিলে ফেললে গলা থেকে কাঁটা সরানো সম্ভব।
*মাছের কাঁটা গলায় আটকালেই ভাতের বড় দলা বানিয়ে তা খেয়ে ফেলার পদ্ধতি বেশ পুরনো। এক নিঃশ্বাসে ভাতের বড় দলা গিলে ফেললে গলা থেকে কাঁটা সরানো সম্ভব।
advertisement
5/6
*ঢোক গিলতে গিলতে এমনিতেই কাঁটা গলা থেকে নীচে নেমে যায়। তাই গলায় কাঁটা লাগলে অল্প অল্প করে বারবার জলপান করুন।
*ঢোক গিলতে গিলতে এমনিতেই কাঁটা গলা থেকে নীচে নেমে যায়। তাই গলায় কাঁটা লাগলে অল্প অল্প করে বারবার জলপান করুন।
advertisement
6/6
*চিকিৎসক অনিরুদ্ধ বিশ্বাস জানান, লেবুর রস ভাল কাজ দিতে পারে। লেবুর অ্যাসিডিক ক্ষমতায় কাঁটা নরম হওয়ার সম্ভাবনা থাকে। ফলে সহজেই কাঁটার যন্ত্রণা থেকে পাবেন মুক্তি।
*চিকিৎসক অনিরুদ্ধ বিশ্বাস জানান, লেবুর রস ভাল কাজ দিতে পারে। লেবুর অ্যাসিডিক ক্ষমতায় কাঁটা নরম হওয়ার সম্ভাবনা থাকে। ফলে সহজেই কাঁটার যন্ত্রণা থেকে পাবেন মুক্তি।
advertisement
advertisement
advertisement