পুজোয় নিশ্চিন্তে ঘুরতে চান? মোবাইলে রাখুন এই অ্যাপগুলো

Last Updated:
1/10
ঘোরা থেকে খাওয়া। পুজোয় সবকিছু চাই। জেনে নিন পুজোয় যে অ্যাপ ছাড়া চলবে না (Photo collected)
ঘোরা থেকে খাওয়া। পুজোয় সবকিছু চাই। জেনে নিন পুজোয় যে অ্যাপ ছাড়া চলবে না (Photo collected)
advertisement
2/10
গত বছর রাজ্য সরকার চালু করেছিল মোবাইল অ্যাপ ‘পথদিশা’। স্টপেজে দাঁড়িয়েই এক ক্লিকে জেনে নিতে পারবেন দরকারি তথ্য। বাস এখন কোথায়, কতগুলো স্টপেজ, কিংবা বাস স্টপ থেকে বাসের দূরত্ব কত? রুটম্যাপ, জ্যাম-জট ছাড়াও জেনে নিতে পারেন বাসে খালি সিট কি আদৌ আছে? (Photo collected)
গত বছর রাজ্য সরকার চালু করেছিল মোবাইল অ্যাপ ‘পথদিশা’। স্টপেজে দাঁড়িয়েই এক ক্লিকে জেনে নিতে পারবেন দরকারি তথ্য। বাস এখন কোথায়, কতগুলো স্টপেজ, কিংবা বাস স্টপ থেকে বাসের দূরত্ব কত? রুটম্যাপ, জ্যাম-জট ছাড়াও জেনে নিতে পারেন বাসে খালি সিট কি আদৌ আছে? (Photo collected)
advertisement
3/10
পুজোয় ন্ডেল হপিং করুন আয়েসে। উবার অ্যাপে বুক করে ফেলুন ক্যাব। সপরিবার বা শুধু প্রিয়জনের কাঁধে মাথা এলিয়ে পৌঁছে যান প্যান্ডেলে। (Photo collected)
পুজোয় ন্ডেল হপিং করুন আয়েসে। উবার অ্যাপে বুক করে ফেলুন ক্যাব। সপরিবার বা শুধু প্রিয়জনের কাঁধে মাথা এলিয়ে পৌঁছে যান প্যান্ডেলে। (Photo collected)
advertisement
4/10
চারদিকে ‘নো পার্কিং’ হোর্ডিং। নির্ঝঞ্ঝাট পার্কিংয়ের খোঁজ পেতে ডাউনলোড করুন ‘স্মার্ট পার্কিং’ অ্যাপ। জেনে নিন কোথায় পাওয়া যাবে গাড়ি পার্কিংয়ের জায়গা। ঘণ্টা-পিছু পার্কিং রেট কত। (Photo collected)
চারদিকে ‘নো পার্কিং’ হোর্ডিং। নির্ঝঞ্ঝাট পার্কিংয়ের খোঁজ পেতে ডাউনলোড করুন ‘স্মার্ট পার্কিং’ অ্যাপ। জেনে নিন কোথায় পাওয়া যাবে গাড়ি পার্কিংয়ের জায়গা। ঘণ্টা-পিছু পার্কিং রেট কত। (Photo collected)
advertisement
5/10
ডাউনলোড করে নিন কলকাতা মেট্রো অ্যাপ। ২৪ মেট্রো স্টেশনের যাবতীয় খবরাখবর পাবেন এক ক্লিকে। মেট্রোয় কোনও অসুবিধায় পড়লেও কল করতে পারেন অ্যাপে দেওয়া হেল্পলাইন নম্বরে। (Photo collected)
ডাউনলোড করে নিন কলকাতা মেট্রো অ্যাপ। ২৪ মেট্রো স্টেশনের যাবতীয় খবরাখবর পাবেন এক ক্লিকে। মেট্রোয় কোনও অসুবিধায় পড়লেও কল করতে পারেন অ্যাপে দেওয়া হেল্পলাইন নম্বরে। (Photo collected)
advertisement
6/10
ডাউনলোড করুন কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপ। রাস্তায় যে কোনও সমস্যায় পড়লে এই অ্যাপের মাধ্যমে সহায়তা করবে কলকাতা পুলিশ ৷ নিজের ফোন নাম্বার দিয়ে অ্যাপে রেজিস্টার করা মাত্রই দেখতে পাবেন ‘প্যানিক হিটস’ অপশন। ক্লিক করতেই খবর চলে যাবে কাছাকাছি থাকা কর্মরত পুলিশকর্মীর কাছে। (Photo collected)
ডাউনলোড করুন কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপ। রাস্তায় যে কোনও সমস্যায় পড়লে এই অ্যাপের মাধ্যমে সহায়তা করবে কলকাতা পুলিশ ৷ নিজের ফোন নাম্বার দিয়ে অ্যাপে রেজিস্টার করা মাত্রই দেখতে পাবেন ‘প্যানিক হিটস’ অপশন। ক্লিক করতেই খবর চলে যাবে কাছাকাছি থাকা কর্মরত পুলিশকর্মীর কাছে। (Photo collected)
advertisement
7/10
রাস্তাঘাট চেনার প্রয়োজন নেই। গুগল আর্থ সব জানে। কোন বন্ধুর সঙ্গে কোথায় দেখা করবেন, তার প্ল্যানিংও করে ফেলতে পারবেন ম্যাপের মাধ্যমে। গুগল ম্যাপের মাধ্যমে বুঝে যাবেন কোন রাস্তা দিয়ে ঠাকুর দেখে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। রয়েছে গ্রুপ প্ল্যানিংয়ের সুবিধা। (Photo collected)
রাস্তাঘাট চেনার প্রয়োজন নেই। গুগল আর্থ সব জানে। কোন বন্ধুর সঙ্গে কোথায় দেখা করবেন, তার প্ল্যানিংও করে ফেলতে পারবেন ম্যাপের মাধ্যমে। গুগল ম্যাপের মাধ্যমে বুঝে যাবেন কোন রাস্তা দিয়ে ঠাকুর দেখে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। রয়েছে গ্রুপ প্ল্যানিংয়ের সুবিধা। (Photo collected)
advertisement
8/10
গোটা শহরের পুজোর ট্যুরিস্ট গাইড এবার পকেটে। ৫০০ তালিকাভুক্ত পুজো। স্মার্ট ডিজাইন। জিপিএস অ্যাকসেস। পুজো মণ্ডপের আলাদা জোন। (Photo collected)
গোটা শহরের পুজোর ট্যুরিস্ট গাইড এবার পকেটে। ৫০০ তালিকাভুক্ত পুজো। স্মার্ট ডিজাইন। জিপিএস অ্যাকসেস। পুজো মণ্ডপের আলাদা জোন। (Photo collected)
advertisement
9/10
ডাউনলোড করুন সুইগি অ্যাপ। অর্ডার করুন পছন্দের খাবার। নিশ্চিন্তে শুরু করে দিন প্যান্ডেল হপিং। (Photo collected)
ডাউনলোড করুন সুইগি অ্যাপ। অর্ডার করুন পছন্দের খাবার। নিশ্চিন্তে শুরু করে দিন প্যান্ডেল হপিং। (Photo collected)
advertisement
10/10
পুজোয় শুধু প্যান্ডেল হপিং করলে চলবে, পেটপুজোও মাস্ট। পুজো হপিং সেরে বাড়ি ফিরে এক ক্লিকে বাড়িতে হাজির জিভে জল আনা নামজাদা রেস্তোরাঁর খাবার-দাবার। (Photo collected)
পুজোয় শুধু প্যান্ডেল হপিং করলে চলবে, পেটপুজোও মাস্ট। পুজো হপিং সেরে বাড়ি ফিরে এক ক্লিকে বাড়িতে হাজির জিভে জল আনা নামজাদা রেস্তোরাঁর খাবার-দাবার। (Photo collected)
advertisement
advertisement
advertisement