Durga Puja Fashion 2021 | Makeup Expiration Dates: একই লিপস্টিক দীর্ঘদিন ব্যবহার করছেন, মেক আপ সরঞ্জামের এক্সপায়ারি ডেটের দিকে খেয়াল রাখেন তো?
- Published by:Raima Chakraborty
Last Updated:
কত দিন অন্তর মেকআপের সামগ্রী বদল করা উচিত জেনে নিন। (Durga Puja Fashion 2021 | Makeup Expiration Dates)
পছন্দের লিপস্টিক থেকে আইলাইনার, দীর্ঘ দিন হয়ে গেলেও ফেলতে মন চায় না? কিন্তু আমাদের সেই পছন্দের মেক আপ সরঞ্জামই যে একদিন বিপদ ডেকে আনতে পারে (Durga Puja Fashion 2021 | Makeup Expiration Dates) ! কারণ একটি নির্দিষ্ট সময়ের পর বিভিন্ন ধরনের কসমেটিক্সে জীবাণু ও ব্যাকটেরিয়া জন্মায়। তাই সেই নির্দিষ্ট সময়ের পর তা ব্যবহার করলে হতে পারে ত্বক এবং চোখের সংক্রমণ। শরীরে বাসা বাঁধতে পারে বিভিন্ন ধরনের রোগও (Durga Puja Fashion 2021 | Makeup Expiration Dates)। তাই যে কোনও মেক আপের সরঞ্জাম ব্যবহারের সময় অবশ্যই এক্সপায়ারি ডেট খেয়াল রাখতে হবে। সাধারণত যে কোনও কসমেটিক্সের গায়ে লেখা এক্সপায়ারি ডেট পর্যন্ত সেই কসমেটিক্সটি ভালো রয়েছে বলেই ধরা হয় (Durga Puja Fashion 2021 | Makeup Expiration Dates)। যদি না গরম, আবহাওয়ার তারতম্য কিংবা ঢাকনা ঠিক মতো বন্ধ না হওয়ার কারণে সেই প্রোডাক্টটি নষ্ট হয়ে যায়। তাহলে কত দিন অন্তর মেকআপের সামগ্রী বদল করা উচিত জেনে নিন।
advertisement
১. ফাউন্ডেশন এবং কনসিলার সাধারণত ফাউন্ডেশন ও কনসিলারের উপাদানের উপরে সেগুলি কতদিন ভালো থাকবে তা নির্ভর করে। যেমন একটি ওয়াটার বেসড প্রোডাক্ট ১২ মাস পর্যন্ত ব্যবহার করা যায়, যেখানে তৈলাক্ত ফাউন্ডেশন ভালো থাকে ১৮ মাস। কিছু ফরমুলা আবার মাত্র ৬ মাস ঠিক থাকে। ফাউন্ডেশন জীবাণু-মুক্ত রাখার সব চেয়ে ভালো উপায় হল প্রোডাক্টটি হাতের তালু দিয়ে ব্যবহার করা অথবা বোতলের উপরে আঙুল না রাখা। একইসঙ্গে ফাউন্ডেশন অথবা কনসিলারের উপরে তেল উঠে এলে কিংবা টেক্সচার অথবা ঘনত্বে কোনও পরিবর্তন হলে প্রোডাক্টটি খারাপ হয়ে গিয়েছে বলে ধরা হয়।
advertisement
২. পাউডার আমরা অনেক সময়ই পাউডারের এক্সপায়ারি ডেট খেয়াল করি না। সাধারণত পাউডার ১৮-২৪ মাস ভালো থাকে। পাউডারের প্রোডাক্ট যেমন ব্লাশ ও ব্রোঞ্জারে জল থাকে বলে সহজে ব্যাকটেরিয়া জন্মায় না। তাই এই ধরনের প্রোডাক্ট বেশ অনেক দিন ঠিক থাকে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের তেলের সঙ্গে ব্লাশের মিনারেল মিশে পাউডারের উপর একটি শক্তভাব দেখা যায়। ব্রাশ নিয়মিত পরিষ্কার করলে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। অন্যথা, ওই তেল ব্রাশের ব্রিসলে আটকে থেকে প্রোডাক্টটিতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement